TRENDING:

IPL Starts Again: KKR vs RCB ম্যাচে নাইট জার্সি গায়ে বিদেশি ক্রিকেটাররা কি খেলবেন, ১৭ তারিখের ম্যাচের আগে ধামাকা আপডেট

Last Updated:
KKR IPL Playoffs: ইতিমধ্যে তিন দল ১৫ পয়েন্ট বা তার বেশিতে পৌঁছে গেছে। চতুর্থ দল হিসেবে কেকেআরকে প্লে-অফের জায়গা করতে হলে, অনেক জটিল কঠিন অঙ্কের সম্মুখীন হতে হবে।
advertisement
1/5
KKR-RCB ম্যাচে নাইট জার্সি গায়ে বিদেশি ক্রিকেটাররা কি খেলবেন,নাইটদের নিয়ে ধামাকা আপডেট
কলকাতা: ১৭ মে থেকে শুরু আইপিএল দ্বিতীয় পর্ব। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে মুখোমুখি হবে কেকেআর প্রথম ম্যাচে। এই ম্যাচকে সামনে রেখে বুধবার থেকেই কেকেআরের ক্রিকেটাররা বেঙ্গালুরুতে যোগদান করবেন শিবিরে। নারিন, রাসেলের মত বিদেশি ক্রিকেটাররা যোগ দিচ্ছেন। Photo- File
advertisement
2/5
এছাড়াও ডিকক, মইন আলির মত আন্তর্জাতিক ক্রিকেটে না থাকায় তারাও যোগ দেবেন। দক্ষিণ আফ্রিকার নোকিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দলে না থাকায় তিনিও আসছেন বলে খবর। রভমান পাওয়েলকে কেকেআর দলে যোগ দিচ্ছেন বলে খবর। ভারতীয় ক্রিকেটাররা প্রত্যেকেই থাকবেন বাকি দুটি ম্যাচের জন্য।
advertisement
3/5
‌ বুধবার গোটা দল বেঙ্গালুরুতেই এক সঙ্গে মিলিত হবে। বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু। শনিবার প্রথম ম্যাচ। ২৫ তারিখ হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে কেকেআর। তবে শাহরুখের দলের প্লে অফের ওঠার রাস্তা কার্যত বন্ধ। বাকি দুটো ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৫ পয়েন্ট এর বেশি পৌঁছাতে পারবে না কেকেআর।
advertisement
4/5
ইতিমধ্যে তিন দল ১৫ পয়েন্ট বা তার বেশিতে পৌঁছে গেছে। চতুর্থ দল হিসেবে কেকেআরকে প্লে-অফের জায়গা করতে হলে, অনেক জটিল কঠিন অঙ্কের সম্মুখীন হতে হবে।
advertisement
5/5
অন্যদিকে কেকেআরের বিরুদ্ধে আরসিবি আঙুলের চোটের জন্য পাবেন না অধিনায়ক রজত পাটিদারকে। পরিবর্তে নেতৃত্ব দিতে পারেন জিতেশ শর্মা। চোটের জন্য বাকি আইপিএলে নেই অস্ট্রেলীয় জোরে বোলার জস হেজলউড। আইপিএলের বিরতি পর্বেই টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেছেন বিরাট কোহলি। সেই কারণে ১৭ তারিখের ম্যাচের দিন আরসিবির বিভিন্ন ফ্যানস ক্লাবের পক্ষ থেকে দর্শকদের সাদা টেস্ট জার্সি পড়ে মাঠে বিরাটকে অভিবাদন জানানোর জন্য আবেদন করা হয়েছে। Input- Eeron Roy Burman
বাংলা খবর/ছবি/খেলা/
IPL Starts Again: KKR vs RCB ম্যাচে নাইট জার্সি গায়ে বিদেশি ক্রিকেটাররা কি খেলবেন, ১৭ তারিখের ম্যাচের আগে ধামাকা আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল