IPL 2023 Playoffs Race: তিন দলের লড়াই, প্লে অফে জায়গা বাকি একটি, কার কী সমীকরণ, রইল হিসেব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2023 Playoffs Race: গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস এই ৩ দল আইপিএল ২০২৩-এর প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে। শেষ চারের জন্য বাকি আর একটি জায়গা। যা নির্ধারণ হবে রবিবার দুটি ম্যাচের পর।
advertisement
1/6

গুজরাত টাইটান্স, চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস এই ৩ দল আইপিএল ২০২৩-এর প্লে অফে জায়গা পাকা করে ফেলেছে। শেষ চারের জন্য বাকি আর একটি জায়গা।
advertisement
2/6
রবিবার আইপিএলের সুপার সানডের শেষ ডবল হেডার। মুখোমুখি মুম্বই ও হায়দরাবাদ এবং আরসিবি ও গুজরাত টাইটান্স। এই ২ ম্যাচের পরই চতুর্থ দল নিশ্চিৎ হবে প্লে অফের জন্য।
advertisement
3/6
প্লে অফের একটি জায়গার জন্য লড়াই এখন তিন দলের। কারণ প্লে অফের দৌড়ে মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সঙ্গে এখনও খাতায়-কলমে সুযোগ রয়েছে রাজস্থান রয়্যালসের।
advertisement
4/6
বর্তমানে লিগ টেবিলে ১৩ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। নেট রান রেট -০.১২৮। আরাসিবি ও রাজস্থানের থেকে পিছিয়ে মুম্বই। ফলে শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে শুধু জিতলে হবে না। বড় ব্যবধাে জিততে হবে রোহিতদের।
advertisement
5/6
অপরদিকে, ১৩ ম্যাচ ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আরসিবি। নেট রেন রেট +০.১৮০। প্লে অফের টিকিট পাকা করতে গেলে এই ম্যাচে জয় ছাড়া গতি নেই আরসিবির। মুম্বই যদি বড় ব্যবধানে জেতে তখন আবার থাকবে রান রেটের হিসেবও।
advertisement
6/6
আর যদি তৃতীয় দল যাক সম্ভাবনা সবথেকে ক্ষীণ তারা হল রাজস্থান রয়্যালস। ১৪ ম্যাচে ৭ জয় ১৪ পয়েন্ট নিয়ে নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে সঞ্জু স্যামসনের দল। নেট রান রেট +০.১৪৮। তাদের প্লে অফে যেতে হলে মুম্বইকে হারতে হবে আর আরসিবিকে হারতে হবে বড় ব্যবধানে।