TRENDING:

IPL Points Table: দিল্লির জয়ে লাইফলাইন পেল কেকেআর, প্লে অফে ওঠার অঙ্ক হল সোজা!

Last Updated:
PL Points Table: আইপিএলের গ্রুপ লিগের একেবারে শেষ ল্যাপে এসেও টানটান লিগ টেবিলের লড়াই। একমাত্র গুজরাত টাইটান্স ছাড়া কোনও দলই প্লে অফের জায়গা একশো শতাংশ পাকা করতে পারেনি। তবে পঞ্জাবের হারের ফলে কলকাতা নাইট রাইডার্স কিছুটা অক্সিজেন পেয়েছে।
advertisement
1/8
IPL Points Table: দিল্লির জয়ে লাইফলাইন পেল কেকেআর, প্লে অফে ওঠার অঙ্ক হল সোজা!
আইপিএলের গ্রুপ লিগের একেবারে শেষ ল্যাপে এসেও টানটান লিগ টেবিলের লড়াই। একমাত্র গুজরাত টাইটান্স ছাড়া কোনও দলই প্লে অফের জায়গা একশো শতাংশ পাকা করতে পারেনি।
advertisement
2/8
বুধবার দিল্লি ক্যাপিটালসের কাছে হেরে প্লে অফের যাওয়ার আশা কার্যত শেষ শিখর ধওয়ানের মুম্বই ইন্ডিয়ান্সের। খাতায় কলমে সুযোগ থাকলেও সেই অঙ্ক অনেক কঠিন ।
advertisement
3/8
তবে পঞ্জাবের হারের ফলে কলকাতা নাইট রাইডার্স কিছুটা অক্সিজেন পেয়েছে। একেবারে জটিল অঙ্কটা একটু সোজা হয়েছে। শনিবার লখনউয়েক বিরুদ্ধে বড় ব্যবধানে জিততেই হবে কেকেআরকে।
advertisement
4/8
লখনউকে হারানোর পাশাপাশি কেকেআর আর তিনটি সমীকরণ করণ মিললেই প্লে অফের দরজা খুলে যেতে পারে। প্রথম দুটি সমীকরণ হল আরসিবি ও মুম্বইকে তাদের ম্যাচ হারতে হবে।
advertisement
5/8
বর্তমানে ১৪ পয়েন্টে রয়েছে মুম্বই। তাদের শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে। নেট রান রেট -০.১২৮। ফলে শেষ ম্যাচ হারলে আরও কিছুটা খারাপ হবে রোহিতদের নেট রানরেট। তাতে সুবিধা কেকেআরের।
advertisement
6/8
অপরদিকে, আরসিবির দুটি ম্যাচ বাকি হায়দরাবাদ ও গুজরাতের সঙ্গে। আরসিবির নেট রান রেট +০.১৬৬। ফলে আরসিবি দুচি ম্যাচ হারলেই কেকেআরের ভালো। কারণ রানরেট কেকেআরের থেকে ভালো আরসিবির।
advertisement
7/8
আর তৃতীয় সমীকরণটি হল পঞ্জাব বনাম রাজস্থান ম্যাচ যেন শিখ ধওয়ানরা জেতে। তবে খুবই অল্প ব্যবধানে। কারণ রাজস্থানের নেট রানরেট (+০.১৪০) অনেকটা বেশি। সেখানে পঞ্জাব (-০.৩০৮) অল্প ব্যবধানে জিতলে কেকেআরের সুযোগ থাকবে।
advertisement
8/8
কেকেআরের নেট রান রেট -০.২৫৬। ফলে এই সমীকরণগুলি মিললে শেষ ম্যাচে লখনউকে বড় ব্যবধানে হারিয়ে রান রেট আর কিছুটা ভালো করতে পারলেই শেষ চারের দরজা খুলে যেতে পারে নাইটদের।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL Points Table: দিল্লির জয়ে লাইফলাইন পেল কেকেআর, প্লে অফে ওঠার অঙ্ক হল সোজা!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল