আইপিএলের এই লোগো কোন ব্যাটারের শট দেখে তৈরি? ক্রিকেট ভক্ত হলে জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl logo history: আইপিএলের এই লোগো তো রোজ দেখছেন! জানেন কি, কোন ব্যাটারের শট দেখে এই ডিজাইন পরিকল্পনা হয়েছিল!
advertisement
1/6

৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। জমজমাট লিগ। তবে এরই মাঝে একখানা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সেটা আইপিএলের লোগো সংক্রান্ত।
advertisement
2/6
আইপিএলের লোগো কোন ব্যাটারের শটের উপর ভিত্তি করে আঁকা হয়েছে? ]অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না।
advertisement
3/6
আইপিএল লোগো ২০০৮ সালে ‘UK-র VentureThree’ নামক একটি সংস্থা ডিজাইন করেছিল। লোগোটি বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে।
advertisement
4/6
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি, আইপিএল লোগোয় যে শট দেখা যায় সেটা আসলে মাশরাফি বিন মোর্তাজার খেলা শট। তবে এই দাবির কোনও অকাট্য প্রমাণ নেই।
advertisement
5/6
ছর দুয়েক আগেভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ দাবি করেছিলেন, আইপিএল লোগো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি'ভিলিয়ার্সের একটি বিশেষ শটের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল।
advertisement
6/6
আইপিএল কর্তৃপক্ষের তরফে আজ পর্যন্ত এই লোগোর রহস্য সম্পর্কে কিছু বলা হয়নি। তবে লোগোর ডিজাইন নিয়ে নানা মহলে নানা মত রয়েছে।