TRENDING:

আইপিএলের এই লোগো কোন ব্যাটারের শট দেখে তৈরি? ক্রিকেট ভক্ত হলে জেনে নিন

Last Updated:
Ipl logo history: আইপিএলের এই লোগো তো রোজ দেখছেন! জানেন কি, কোন ব্যাটারের শট দেখে এই ডিজাইন পরিকল্পনা হয়েছিল!
advertisement
1/6
আইপিএলের এই লোগো কোন ব্যাটারের শট দেখে তৈরি? ক্রিকেট ভক্ত হলে জেনে নিন
৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। জমজমাট লিগ। তবে এরই মাঝে একখানা প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। সেটা আইপিএলের লোগো সংক্রান্ত।
advertisement
2/6
আইপিএলের লোগো কোন ব্যাটারের শটের উপর ভিত্তি করে আঁকা হয়েছে? ]অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না।
advertisement
3/6
আইপিএল লোগো ২০০৮ সালে ‘UK-র VentureThree’ নামক একটি সংস্থা ডিজাইন করেছিল। লোগোটি বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়েছে।
advertisement
4/6
বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের একাংশের দাবি, আইপিএল লোগোয় যে শট দেখা যায় সেটা আসলে মাশরাফি বিন মোর্তাজার খেলা শট। তবে এই দাবির কোনও অকাট্য প্রমাণ নেই।
advertisement
5/6
ছর দুয়েক আগেভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ দাবি করেছিলেন, আইপিএল লোগো দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডি'ভিলিয়ার্সের একটি বিশেষ শটের কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল।
advertisement
6/6
আইপিএল কর্তৃপক্ষের তরফে আজ পর্যন্ত এই লোগোর রহস্য সম্পর্কে কিছু বলা হয়নি। তবে লোগোর ডিজাইন নিয়ে নানা মহলে নানা মত রয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
আইপিএলের এই লোগো কোন ব্যাটারের শট দেখে তৈরি? ক্রিকেট ভক্ত হলে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল