আইপিএলে চিয়ারলিডাররা কত টাকা বেতন পান? কেকেআর দেয় সব থেকে বেশি!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ipl cheerleaders salary: কত টাকা করে পান আইপিএলের সুন্দরী চিয়ারলিডাররা! জেনে নিন।
advertisement
1/5

করোনা পর্ব পেরিয়ে আবার আগের মেজাজে ফিরেছে আইপিএল। আবারও মাঠের পাশে দেখা যাচ্ছে সুন্দরী চিয়ারলিডারদের। অনেকেরই মনে কৌতুহল, আইপিএলে চিয়ারলিডাররা কত টাকা করে বেতন পান!
advertisement
2/5
শোনা যায়, কেকেআর তাদের চিয়ারলিডারদের সব থেকে বেশি টাকা দেয়। প্রতিটি ম্যাচের জন্য কেকেআর-এর চিয়ারলিডাররা ২৫ হাজার টাকা করে পান।
advertisement
3/5
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স প্রতি ম্যাচের জন্য চিয়ারলিডারদের ২০ হাজার টাকা করে দেয়।
advertisement
4/5
লখনউ সুপার জায়েন্টস, রাজস্থান রয়্যালস তাদের চিয়ারলিডারদের ম্যাচ পিছু দেয় ১৫ হাজার টাকা করে।
advertisement
5/5
চেন্নাই সুপার কিংস, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স প্রতিটি ম্য়াচের জন্য চিয়ারলিডারদের দেয় ১২ হাজার টাকা করে।