Virat Kohli: আইপিএলের পরই টেস্ট অবসর ভাঙবেন কোহলি! যাবেন ইংল্যান্ডে? বোর্ড কর্তার কথায় জল্পনা!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli May To Breaks His Test Retirement: আইপিএলের ফাইনালের পর কি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে পুনরায় বিবেচনা করবেন বিরাট কোহলি? অবসর ভেঙে ফিরবেন টেস্ট দলে? ইংল্যান্ড সফরে যাবেন বিরাট?
advertisement
1/6

আইপিএল ২০২৫-এর মাঝপথেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দেন বিরাট কোহলি। ১২ মে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
advertisement
2/6
৯ বছর পর ফের আইপিএল ফাইনালে আরসিবি। ১৮ বছর ধরে অধরা ট্রফি জেতাই এখন পাখির চোখ বিরাট কোহলি। কিন্তু আইপিএল ফাইনালের আবহেই কোহলিকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা।
advertisement
3/6
আইপিএলের ফাইনালের পর কি টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে পুনরায় বিবেচনা করবেন বিরাট কোহলি? অবসর ভেঙে ফিরবেন টেস্ট দলে? ইংল্যান্ড সফরে যাবেন বিরাট? বিসিসিআই কর্তার কথায় তৈরি হয়েছে জল্পনা।
advertisement
4/6
আইপিএলের চেয়ারম্যান অরূণ ধুমল বিরাট কোহলিকে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত আরেকবার ভেবে দেখার অনুরোধ করেছেন। কোহলির জন্য টেস্ট দলের দরজা খোলা তেমনই ইঙ্গিত দিয়েছেন অরুণ ধুমল।
advertisement
5/6
অরুণ ধুমল বলেছেন, আমি চাই ও শুধু আইপিএল না খেলে, টেস্ট ক্রিকেটের অবসরের সিদ্ধান্তটাও আরও একবার পুনর্বিবেচনা করে দেখুন। বিরাটের এখনকার যা ফিটনেস, ও যখন আইপিএল খেলা শুরু করেছিল, তখনও ছিল না। আগের মতোই এনার্জি আর দায়বদ্ধতা নিয়ে এখনও ও ক্রিকেট খেলে।"
advertisement
6/6
এছাড়াও আইপিএল চেয়ারম্যান বলেছেন,"বিরাট ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাম্বাসাডর। যেরকমের ধারাবাহিকতা আর কমিটমেন্ট ও ক্রিকেটকে দেখিয়েছে, তাতে আমি একটা কথা বলতে পারি। রজার ফেডেরার বা নোভাক জকোভিচ টেনিসের কাছে যা, বিরাট কোহলিও ক্রিকেটের কাছে তেমনই।" যদিও অবসর ভাঙা নিয়ে কোহলি নিজে এখনও কোনও মন্তব্য করেননি।