IPL Auction : মারকাটারি ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি কেকেআর-সিএসকের! কে সেই ক্রিকেটার? দুই দল রেকর্ড টাকা দিয়ে দলে চাইছে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KKR : ৬৪.৩ কোটি টাকা নিয়ে নিলাম টেবিলে থাকবে কেকেআর। এত টাকা এই মুহূর্তে আর কোনও ফ্র্যাঞ্চাইজির কাছে নেই। ফলে বড় কোনও তারকাকে টার্গেট করবে কেকেআর।
advertisement
1/7

গত বার আইপিএল টেবলে সাত নম্বরে শেষ করেছিল কেকেআর। চেন্নাই টুর্নামেন্ট শেষ করেছিল আট নম্বরে। এবার এই দুই ফ্র্যাঞ্চাইজি দল গড়া নিয়ে বেশ চাপে। আজ আইপিএলের মিনি নিলামে তাই দুই দলের সংসার গুছিয়ে নেওয়াই আসল লক্ষ্য।
advertisement
2/7
চেন্নাই আইপিএল জিতেছে পাঁচবার। কেকেআর তিনবার। তবুও এবার এই দুই দল টিম গড়া নিয়ে চাপে। আজকের নিলামের পোশাকি নাম মিনি অকশন। তবে আদতে এই দুই দলের জন্য নিলাম আর মিনি থাকছে না। কারণ চেন্নাই ও কলকাতার জন্য আজকের নিলাম খুব গুরুত্বপূর্ণ। দুটো দলই শক্তিশালী দল গড়ার লক্ষ্যে থাকবে নিলাম টেবিলে।
advertisement
3/7
৬৪.৩ কোটি টাকা নিয়ে নিলাম টেবিলে থাকবে কেকেআর। এত টাকা এই মুহূর্তে আর কোনও ফ্র্যাঞ্চাইজির কাছে নেই। ফলে বড় কোনও তারকাকে টার্গেট করবে কেকেআর। এমন তারকা যে দলে আন্দ্রে রাসেলের মতো অলরাউন্ডারের অভাব পূরণ করবে। এখন প্রশ্ন হল, কাকে টার্গেট করবে কেকেআর! যা জানা যাচ্ছে, কেকেআর-এর টার্গেট করা ক্রিকেটার আবার চেন্নাইয়েরও টার্গেট।
advertisement
4/7
নিলাম শুরুর আগে আন্দাজ করা হচ্ছে, আজ যে সমস্ত দামি বিদেশি ক্রিকেটারদের নাম থাকবে আবু ধাবিতে, তাঁদের বেশিরভাগই যাবেন কেকেআর ও সিএসকে-তে। কারণ এই দুই দলেরই এখন সব থেকে ভাল দল গড়ার লক্ষ্য।
advertisement
5/7
রাসেল গত ১১ বছর ধরে কেকেআরে খেলেছেন। তবে এবার আর তিনি নেই। তিনি এখন টিমের ‘পাওয়ার কোচ’। জানা যাচ্ছে, আজ অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে পেতে ঝাঁপাতে পারে কেকেআর। আর গ্রিনকে টার্গেট করে রেখেছে সিএসকে-ও।
advertisement
6/7
ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথকেও টার্গেট করছে কেকেআর ও সিএসকে। ডি কককে ছেড়ে দিয়েছে কেকেআর। ফলে বিদেশি কিপার-ব্যাটার পাওয়ার লক্ষ্যে ঝাঁপাবে নাইটরা। একই চাহিদা আবার সিএসকেরও।
advertisement
7/7
ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটার লিয়াম লিভিংস্টোনের ফিনিশার হিসেবে নামডাক রয়েছে। কেকেআর, সিএসকের টার্গেট লিস্টে তিনিও আছেন বলে জানা যায়। ভারতীয় বোলারদের মধ্যে রবি বিষ্ণোইকে টার্গেট করতে পারে ফ্র্যাঞ্চাইজি।