TRENDING:

IPL Auction 2023: মাথায় হাত কেকেআরের! দু দিন বাদেই আইপিএলের নিলাম কীভাবে ফাঁকা পকেটে দল গোছাবে নাইটরা

Last Updated:
এইভাবে মাত্র তিনটি প্লেয়ার কিনতে তাদের ২১.২৫ কোটি টাকা খরচ হয়ে গেছে৷ যার জন্য নিলামের আগে মাথা ফাটছে কেকেআরের৷
advertisement
1/7
মাথায় হাত কেকেআরের! দু দিন বাদেই আইপিএলের নিলাম কীভাবে ফাঁকা পকেটে দল গোছাবে
#কলকাতা: আইপিএলের সামনের মরশুম এখনও কয়েকদিন অপেক্ষা রয়েছে, তবে আর দিন কয়েক পরেই আইপিএলের একটি নিলামে বসছে৷ ডিসেম্বরের ২৩ তারিখ বসবে এই আইপিএল৷ কোচিতে বসবে এবারের আইপিএল নিলাম৷ সকলেই শেষবেলায় নিজের দল গুছিয়ে নেওয়ার জন্য বসবে৷ কোন দল কত প্লেয়ারদের তুলে নেবে তা নিয়ে স্ট্র্যাটেজি গোছানো শুরু৷ Photo Courtesy-KKR/ Facebook
advertisement
2/7
সানরাইজার্স হায়দরাবাদ , কলকাতা নাইট রাইডার্স এই দুটি দল নিজেদের বেশিরভাগ প্লেয়ারদের ছেড়ে দিয়েছে৷ অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ক্যাপিটাল্স , গুজরাত টাইটান্স নিজেদের দলের ৪ টি করে ক্রিকেটারকে রিলিজ করে দিয়েছে৷
advertisement
3/7
কিছু কিছু দল নিজেদের ভারী ও বড় পার্স নিয়ে নিলামে নামবে৷ আবার কোনও কোনও দলের পকেটে খুব বেশি টাকা ছাড়াই নিলাম টেবলে বসবে৷
advertisement
4/7
কলকাতা নাইট রাইডার্স  এবং দিল্লি ক্যাপিটাল্স একেবারে অন্যরকম অবস্থায় রয়েছে৷ ১৫ প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অন্যদিকে দল সাজানোর জন্য তাদের পকেটে পয়সা নেই৷
advertisement
5/7
এদিকে দিল্লি যাদের মাত্র পাঁচটি নতুন প্লেয়ার নিতে হবে, তাদের রয়েছে সবচেয়ে বড় টাকার থলির ষষ্ঠ স্থানে৷
advertisement
6/7
কেকেআরকে ১৫ টা স্লট ভর্তি করতে হবে আর তাদের হাতে টাকা রয়েছে ০.৬৪ কোটি টাকা৷ ট্রেড উইন্ডো থেকে কেকেআর তিনজন প্লেয়ার নিয়েছে৷ তার মধ্যে গুজরাত টাইটান্সের থেকে ১০ কোটি টাকা দিয়ে লকি ফার্গুসনকে নিয়েছে৷ রাহমানুল্লা গুরবাজকে কিনেছে ৫০ লক্ষ টাকা দিয়ে, দিল্লি ক্যাপিটাল্সের থেকে ১০.৭৫ কোটি টাকা দিয়ে শার্দুল ঠাকুরকে কিনেছে৷
advertisement
7/7
এইভাবে মাত্র তিনটি প্লেয়ার কিনতে তাদের ২১.২৫ কোটি টাকা খরচ হয়ে গেছে৷ যার জন্য নিলামের আগে মাথা ফাটছে কেকেআরের৷
বাংলা খবর/ছবি/খেলা/
IPL Auction 2023: মাথায় হাত কেকেআরের! দু দিন বাদেই আইপিএলের নিলাম কীভাবে ফাঁকা পকেটে দল গোছাবে নাইটরা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল