KKR- IPL Auction 2025: এত লাভ কেউ করেনি, ২০ লাখে থেকে ২৩.৭৫ কোটি! এত দামের যোগ্য কি? KKR-এ ফিরে জবাব দিলেন অলরাউন্ডার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
KKR in IPL Auction 2025: তিন বছর আগে আইপিএল খেলা শুরু করেছিলেন মাত্র ২০ লাখে। ২০২২ সালে ৮ কোটি টাকা দিয়ে তাঁকে দলে রেখেছিল কলকাতা।
advertisement
1/7

তিন বছর আগে আইপিএল খেলা শুরু করেছিলেন মাত্র ২০ লাখে। ২০২২ সালে ৮ কোটি টাকা দিয়ে তাঁকে দলে রেখেছিল কলকাতা।
advertisement
2/7
এবার কেকেআরের হয়ে আইপিএল জিতেছেন, দলের জয়ে বড় ভূমিকা ছিল এই ক্রিকেটারের। তিনি আর কেউ নন, ভেঙ্কটেশ আইয়ার।
advertisement
3/7
ভেঙ্কটেশ আইয়ারকে দিয়েই আইপিএলে খাতা খুলল কেকেআর। তাঁকে দলে নেওয়ার জন্য দীর্ঘ ক্ষণ লড়াই করে আরসিবি।
advertisement
4/7
কিন্তু শেষ পর্যন্ত ২৩.৭৫ কোটিতে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিল কেকেআর। এক ধাক্কায় নিজের দাম অনেকটাই বাড়িয়ে নিলেন অলরাউন্ডার।
advertisement
5/7
২০২৪ সালে কলকাতার হয়ে ৩৭০ রান করে কেকেআরের আইপিএল জয়ে বড় ভূমিকা রাখেন ভেঙ্কটেশ। এবার নিলামে তাঁকে দিয়েই খাতা খুলল কলকাতা।
advertisement
6/7
নিউজ১৮কে ফোনে ভেঙ্কটেশ আইয়ার বলেন, "কলকাতায় ফিরে আসতে পেরে খুব ভালো লাগছে। গতবারের চ্যাম্পিয়ন দলে আবার ফিরেছি এটাই আমার ঘর। এই টাকা এক্সপেক্ট ছিল না। আগামী কাল টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ রয়েছে, তাই সেদিকে ফোকাস করছি।"
advertisement
7/7
২৩.৭৫ কোটি দাম ওঠা নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা চলছে। সেই প্রসঙ্গে নিউজ১৮কে জানান, মাঠেই প্রমাণ হবে তিনি এত টাকার যোগ্য কি না।