TRENDING:

Vaibhav Suryavanshi: বুঝিয়ে দিলেন তিনি থাকতেই এসেছেন, সেহওয়াগের পরামর্শ সঙ্গে করেই আগুন ঝরাল বৈভব সূর্যবংশীর ব্যাট

Last Updated:
Vaibhav Suryavanshi: বৈভব সূর্যবংশী কাকে আদর্শ হিসেবে নেবেন আর কাকে নেবেন না, সে তাঁর নিজের ব্যাপার! আশা করাই যায়, একের পর এক রেকর্ড তিনি গড়বেন, তখন কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে তাঁর তুলনাও চলবে। আপাতত তিনি শুধু বুঝিয়ে দিলেন যে থাকতেই এসেছেন, তাঁকে ছাড়া খেলা জমবে না!
advertisement
1/8
বুঝিয়ে দিলেন তিনি থাকতেই এসেছেন, সেহওয়াগের পরামর্শ সঙ্গে করেই আগুন ঝরাল বৈভবের ব্যাট !
মাত্র ৩৫ বলে সেঞ্চুরি! কী বলা যায় একে? ভাগ্য না প্রতিভা? খুব সম্ভবত দুটোই! তবে, বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা যখন উঠেছেই, তখন বিষয়টাকে জেদও বলা যেতেই পারে। সেই জেদ, যা হার না মানার শপথ নিয়েছে। (Photo: AP)
advertisement
2/8
ক্রিকেট-ভক্তদের মুখে এখন তাই কেবল তাঁরই নাম! ৩৫ বলে সেঞ্চুরি নিঃসন্দেহে আলোচনার বিষয়, তবে, খেলোয়াড়ের বয়স যদি মাত্র ১৪ বছর হয়, তাহলে তা আলোড়ন ফেলবে বইকি! বৈভব সূর্যবংশীকে নিয়েও এখন সেটাই হয়েছে। (Photo: AP)
advertisement
3/8
এই নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তিনটে ম্যাচ খেলে ফেললেন বৈভব সূর্যবংশী। প্রথম দুই ম্যাচে সেভাবে ভাল রান করতে পারেননি ৷ প্রথম ম্যাচ ছিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, বৈভব সূর্যবংশী সেবার মাত্র ৩৪ রান করেছিলেন। দ্বিতীয় ম্যাচ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ৷ তাঁর ব্যাটে এসেছিল ১৬ রান ৷ (Photo: AP)
advertisement
4/8
আর এবার গুজরাত টাইটানস-এর সঙ্গে খেলাতেই সকলকে চমকে দিলেন বৈভব সূর্যবংশী। গুনে গুনে তুলে নিলেন পাক্কা ১০১ রান। বিশদে বললে, ১১টা ছয় এবং ৭টা চার হাঁকিয়েছেন। সিঙ্গল রান নিয়েছেন মোটে ৭। এ যদি চমক না হয়, তাহলে আর কী! (Photo: AP)
advertisement
5/8
অবশ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের পরেই প্রায় যেন ভবিষ্যদ্বাণী করেছিলেন রাহুল দ্রাবিড়- বৈভব সূর্যবংশী পরের ম্যাচেই বড় রান পাবেন। বৈভব সূর্যবংশী তা করে দেখিয়েও দিলেন, ঠিক যেন গুরুদক্ষিণার সঙ্গেই তার তুলনা চলে। (Photo: AP)
advertisement
6/8
তবে, প্রথম ম্যাচে ৩৪ এবং দ্বিতীয় ম্যাচে ১৬ রানের মধ্যেও ব্যাপার আছে। বিষয়টাকে খাটো করে দেখা চলবে না। বৈভব সূর্যবংশী তাঁর প্রথম ম্যাচে ২০ বলে ৩৪ রান করেছিলেন, পরের ম্যাচে দুটো ছয়ে ১৬ রান করে আউট হয়েছিলেন। প্রথম ম্যাচে প্রথম বলেই ছক্কা মেরে সকলের দৃষ্টি আকর্ষণ করলেও দ্বিতীয় ম্যাচে একই গতিতে খেলার চেষ্টা করে আউট হয়ে যান। এই বিষয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। (Photo: AP)
advertisement
7/8
তিনি বলেছিলেন, অল্প বয়সে স্বীকৃতি পাওয়াটা দারুণ, কিন্তু যদি তা গর্বে পরিণত হয় তাহলে তা বিপজ্জনক হয়ে উঠবে। সতর্ক করে বলেছিলেন, যদি বৈভব সূর্যবংশী মনে করেন যে মাত্র একটি আইপিএল ম্যাচ খেলেই তিনি তারকা, তাহলে আগামী মরশুমে তাঁকে আর দেখা নাও যেতে পারে। তিনি একটি নিরাপদ ভবিষ্যতের পরিকল্পনা করার এবং বিরাট কোহলিকে আদর্শ হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন। (Photo: AP)
advertisement
8/8
বৈভব সূর্যবংশী কাকে আদর্শ হিসেবে নেবেন আর কাকে নেবেন না, সে তাঁর নিজের ব্যাপার! আশা করাই যায়, একের পর এক রেকর্ড তিনি গড়বেন, তখন কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে তাঁর তুলনাও চলবে। আপাতত তিনি শুধু বুঝিয়ে দিলেন যে থাকতেই এসেছেন, তাঁকে ছাড়া খেলা জমবে না! (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Vaibhav Suryavanshi: বুঝিয়ে দিলেন তিনি থাকতেই এসেছেন, সেহওয়াগের পরামর্শ সঙ্গে করেই আগুন ঝরাল বৈভব সূর্যবংশীর ব্যাট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল