IPL-এর ৬টা ম্যাচের ৫টায় হার, 'বড়' দলের বিদায় নিশ্চিত! বিরাট চাপে যে টিম...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
আইপিএলে ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। মাত্র দু’পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে রয়েছে তারা।
advertisement
1/6

ছ’টির মধ্যে পাঁচটিতে হার, কলকাতার সঙ্গেও পেরে ওঠেনি সিএসকে। এবার আইপিএলে হলুদ বাহিনীর হলটা কী! রুতুরাজ গায়কওয়াড়ের চোট। তাঁর পরিবর্তে ধোনি ক্যাপ্টেন। তিনিও জেতাতে পারলেন না চেন্নাইকে!
advertisement
2/6
আইপিএলে ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। মাত্র দু’পয়েন্ট নিয়ে লিগ তালিকায় নবম স্থানে রয়েছে তারা। এখান থেকে প্লে-অফে ওঠা তাদের পক্ষে বেশ চাপের। তবে সিএসকে আশা ছাড়তে নারাজ। এখনও সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে তারা।
advertisement
3/6
আইপিএলের প্লে-অফে উঠতে হলে কোনও দলের সাধারণত সাত বা আটটি ম্যাচে জয় প্রয়োজন হয়। চেন্নাইয়ের আর আটটি ম্যাচ বাকি। চেন্নাইকে ১৮ পয়েন্টে পৌঁছতে হবে, লড়াইয়ে থাকতে হলে প্লে-অফে ওঠার অঙ্ক সহজ হবে ধোনিরা ১৮ পয়েন্টে পৌঁছলে।
advertisement
4/6
পরবর্তী আট ম্যাচের মধ্যে সাতটিতে জিততে পারলে চেন্নাইয়ের প্লে-অফে ওঠার সম্ভাবনা থাকবে। চেন্নাই তিনটিতে হেরে গেলে মুশকিল। তখন চেন্নাইয়ের পয়েন্ট গিয়ে দাঁঁড়াবে ১২। প্লে-অফে ওঠার জন্য তা যথেষ্ট হবে না।
advertisement
5/6
চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি বলছেন, আইপিএল বড় টুর্নামেন্ট। ফলে এখনও আশা ছাড়ার প্রশ্নই নেই। যে কোনও সময় পরিস্থিতির বদল হতে পারে। তবে চেন্নাই যে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, তা তিনি মেনে নিয়েছেন।
advertisement
6/6
চেন্নাইয়ের মতো খারাপ অবস্থায় রয়েছে সানরাইজার্স। আইপিএল পয়েন্ট তালিকায় একন সবার নীচে সানরাইজার্স হায়দরাবাদ। ৫ ম্যাচে ২ পয়েন্ট তাদের। চেন্নাইয়ের ২ পয়েন্ট। মুম্বই ইন্ডিয়ান্স ৫ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। তিনটি দলই চেষ্টা করবে দ্রুত জয়ে ফেরার।