Suryakumar Yadav: বিরাট নজির! ফের আকাশ ছুঁল স্কাই! এমন রেকর্ড নেই কোনও ভারতীয় ব্যাটারের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Suryakumar Yadav Create An Unique World Record In IPL History: রবিবার ঘরের মাঠে কার্যত একতরফা ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সহজ জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের জয়ে গুরুত্বপূর্ ভূমিকা পালন করেছেন সূর্যকুমার যাদব। গড়েছেন অনন্য রেকর্ড।
advertisement
1/6

আইপিএল ২০২৫-এ খারাপ সময় কাটিয়ে জয়ের রাস্তায় ফিরেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। টানা পাঁচটি ম্যাচ জিতে প্লেঅফের অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠেছে হার্দিক পান্ডিয়ার দল।
advertisement
2/6
রবিবার ঘরের মাঠে কার্যত একতরফা ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে সহজ জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। দলের জয়ে গুরুত্বপূর্ ভূমিকা পালন করেছেন সূর্যকুমার যাদব।
advertisement
3/6
দরকারের সময় এলএসজির বিরুদ্ধে ২৮ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। তার ব্যাটে ভর করেই ২০০ রানের গন্ডি টপকে বড় টার্গেট সেট করে মুম্বই ইন্ডিয়ান্স।
advertisement
4/6
এই ইনিংসের সৌজন্যে এমন একটি রেকর্ড গড়লেন সূর্যকুমার যাদব যা আইপিএলের ইতিহাসে নেই কোনও ভারতীয় ব্যাটারের। সবথেকে দ্রুততম ভারতীয় ব্যাটার হিসেবে আইপিএলে ৪ হাজার রান করলেন স্কাই।
advertisement
5/6
২৭১৪ বলে এই ৪ হাজার রান করেছেন সূর্যকুমার যাদব। এর আগে এই রেকর্ড ছিল চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়নার। প্রাক্তন বাঁ হাতি তারকা ২৮৮১ বলে করেছিলেন ৪ হাজার আইপিএল রান।
advertisement
6/6
প্রসঙ্গত, ম্যাচে রায়ান রিকেলটন ও সূর্যকুমারের ব্যাটে ভর করে প্রথমে ব্যাটে ২১৫ রান করে মুম্বই। জবাবে বুমরাহের ৪ উইকেটের আগুনে স্পেলে ও ট্রেন্ট বোল্টের ৩ উইকেটে সৌজন্যে ১৬১ রানে অলআউট হয়ে যায় লখনউ।