TRENDING:

রাজস্থান রয়্যালসকে ছেড়ে কোথায় চললেন সঞ্জু স্যামসন? আইপিএলের মাঝপথে পাড়ি দিলেন বেঙ্গালুরু, জেনে নিন এর পিছনে কারণ

Last Updated:
Sanju Samson: গত ৩টি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন সঞ্জু। অর্থাৎ শুধু ব্যাট করেছেন। অধিনায়কত্ব তো দূরের কথা, উইকেটকিপিংও করতে পারছেন না। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। তাঁর অধিনায়কত্বে তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটা জিতেছে রাজস্থান রয়্যালস।
advertisement
1/6
রাজস্থান রয়্যালসকে ছেড়ে কোথায় চললেন সঞ্জু স্যামসন? আইপিএলের মাঝপথে পাড়ি দিলেন বেঙ্গালুরু
আইপিএল শুরুর আগেই আঙুলের চোট পেয়েছেন সঞ্জু স্যামসন। মাঠে নামছেন ঠিকই, কিন্তু পুরোদমে খেলার সুযোগ পাচ্ছেন না। অধিনায়ক হয়েও নেতৃত্ব দিতে পারছেন না, নিয়মিত উইকেটকিপার হয়েও পিছনে দাঁড়ানোর অনুমতি নেই। এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিন কাটছে রাজস্থান রয়্যালসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের।
advertisement
2/6
গত ৩টি ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন সঞ্জু। অর্থাৎ শুধু ব্যাট করেছেন। অধিনায়কত্ব তো দূরের কথা, উইকেটকিপিংও করতে পারছেন না। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। তাঁর অধিনায়কত্বে তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটা জিতেছে রাজস্থান রয়্যালস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেও, দলে সঞ্জুর অভাব স্পষ্ট।
advertisement
3/6
গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয়ের পর চণ্ডীগড় উড়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। তবে সঞ্জু যাননি। তিনি পাড়ি দিয়েছেন বেঙ্গালুরুতে বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সে। সেখানে চিকিৎসকদের অনুমতি নেবেন, তিনি ফের অধিনায়কত্ব এবং উইকেট কিপিং করতে পারবেন কি না! সেন্টার অফ এক্সেলেন্সের স্পোর্টস সায়েন্স উইং-এ তাঁর মেডিক্যাল পরীক্ষা হবে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে সঞ্জু ফের রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। আর রাজস্থান রয়্যালসের জন্য সেটাই হবে সবচেয়ে বড় সুখবর।
advertisement
4/6
চোটের কারণে সঞ্জু শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলছেন এবং ইনিংস ওপেন করছেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঝকঝকে ৬৬ রান (১৭৮ স্ট্রাইক রেটে) এসেছে তাঁর ব্যাট থেকে। তবে কেকেআরের বিপক্ষে ১৩ রান ও চেন্নাইয়ের বিপক্ষে ২০ মাত্র রান করেন। তাঁর অনুপস্থিতিতে ধ্রুব জুরেল উইকেটকিপিং করছেন, তবে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, সঞ্জুর মতো অভিজ্ঞ খেলোয়াড়ের কোনও বিকল্প নেই।
advertisement
5/6
পরিসংখ্যানও সে কথাই বলছে। আইপিএলে রাজস্থানের জার্সিতে সঞ্জু ১৪০ ম্যাচে ৩৭৪২ রান করেছেন, স্ট্রাইক রেট ১৪১, দুইটি শতক ও ২২টি অর্ধশতক। তিনিই রাজস্থানের সর্বোচ্চ রান সংগ্রাহক।
advertisement
6/6
২০২১ সালে রাজস্থানের অধিনায়ক হন সঞ্জু স্যামসন। ২০২২ সালে তাঁর নেতৃত্বেই দল ফাইনালে ওঠে। এবারের আইপিএলে দলের সাফল্যের জন্য তাঁর দ্রুত ফিট হওয়া প্রয়োজন বলে মনে করছেন দলের অনেকেই। আগামী ৫ এপ্রিল পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রাজস্থান, সেই ম্যাচে তিনি উইকেটকিপিং করতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়! তাঁর সুস্থ হয়ে ফিরে আসার জন্য শুধু রাজস্থান নয়, ক্রিকেটপ্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
রাজস্থান রয়্যালসকে ছেড়ে কোথায় চললেন সঞ্জু স্যামসন? আইপিএলের মাঝপথে পাড়ি দিলেন বেঙ্গালুরু, জেনে নিন এর পিছনে কারণ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল