Virat Kohli: চমকে যাবে কলকাতা! কেকেআরের বিরুদ্ধে ইডেনে দেখা যাবে 'নতুন' কোহলিকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: আইপিএলে নামার একাধিকবার বিরাট কোহলিকে দেখা গিয়েছে নতুন 'অবতারে'। এবারও আইপিএল ২০২৫-এ নামার আগে মেকওভার করলেন ভিকে।
advertisement
1/5

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধু চ্যাম্পিয়ন হওয়াই নয়, ব্যাট হাতেও সমালোচকদের দিয়েছেন জবাব। এবার আইপিএলে নামার জন্য প্রস্তুত বিরাট কোহলি।
advertisement
2/5
আর আইপিএলে নামার একাধিকবার বিরাট কোহলিকে দেখা গিয়েছে নতুন 'অবতারে'। এবারও আইপিএল ২০২৫-এ নামার আগে মেকওভার করলেন ভিকে। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
advertisement
3/5
বিখ্যাত হেয়ার ডিজাইনার আলিম হাকিমের কাছ থেকে নতুন সুপার স্টাইলিস্ট লুক দিয়েছেন বিরাট কোহলি। এর আগেও আলিম হাকিমের ছোঁয়ায় বদলে গিয়েছেন কোহলি। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
advertisement
4/5
আলিম হাকিম তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বিরাট কোহলির নতুন লুক। যা শেয়ার করার পর থেকেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। কোহলির নতুন লুক মন জিতে নিয়েছে সকলের। (Photo Courtesy- Aalim Hakim Instagram)
advertisement
5/5
প্রসঙ্গত, পরিবারের সঙ্গে সময় কাটিয়ে কয়েক দিনের মধ্যেই আরসিবির ক্যাম্পে যোগ দেবেন বিরাট কোহলি। রজত পাতিদারের অধিনায়কত্বে খেলবেন তিনি। আরসিবি প্রথম ট্রফি এনে দেওয়াই লক্ষ্য বিরাটের। (Photo Courtesy- Aalim Hakim Instagram)