আইপিএলের মাঝেই দল পাল্টাতে চাইছেন যশস্বী! চেয়েছেন এনওসি, কোন দলে খেলতে চান জয়সওয়াল?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Rajasthan Royals Star Yashasvi Jaiswal Wants To Change Team In Domestic Cricket: আইপিএলের জাদুতে মেতে ক্রিকেটচ দুনিয়া। এরই মঝে সামনে আসছে বড় খবর। দল বদল করতে চাইছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই এনওসি চেয়েছেন তিনি।
advertisement
1/5

আইপিএলের জাদুতে মেতে ক্রিকেটচ দুনিয়া। এরই মঝে সামনে আসছে বড় খবর। দল বদল করতে চাইছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যশস্বী জয়সওয়াল। ইতিমধ্যেই এনওসি চেয়েছেন তিনি।
advertisement
2/5
এমনিতেই সময়টা ভাল যাচ্ছে না যশস্বী জয়ওয়ালের। অস্ট্রেলিয়া সফরে একটি শতরান ছাড়া সেভাবে ব্যাটে রান আসেনি। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েও একেবারে সেরা ছন্দে নেই বাঁ হাতি তরুণ তারকা।
advertisement
3/5
এরই মাঝে বড় সিদ্ধান্ত নিয়েছেন যশস্বী জয়সওয়াল। ঘরোয়া ক্রিকেটে আর মুম্বইয়ের হয়ে খেলতে চাইছন না। গোয়ার হয়ে আগামী মরশুমে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য এনওসিও চেয়েছেন তিনি।
advertisement
4/5
ইএসপিএনের খবর অনুযায়ী, মুম্বই ক্রিকেট সংস্থার এক কর্তা বলেছেন,"কেন মুম্বই ছেড়ে গোয়ায় যেতে চাইছেন যশস্বী জয়সওয়াল সে সম্পর্কে আমরা কিছু জানি না। তবে আমাদের কাছে ইতিমধ্যেই এনওসি চেয়েছেন।
advertisement
5/5
প্রসঙ্গত, কেন হঠাৎ মুম্বই ছেড়ে গোয়া হয়ে ক্রিকেট খেলতে চাইছেন যশস্বী জয়লওয়াল তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে জল্পনা। মুম্বইয়ের সঙ্গে সমস্যা না গোয়ায় খেলে প্রথম একাদশে জায়গা পাকা রাখা? উত্তর দেবে সময়।