Ricky Ponting: বিমানে উঠতে গিয়েও উঠলেন না, ভারতেই থেকে গেলেন পন্টিং, বিদেশি ক্রিকেটারদেরও রেখে দিতে সফল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
পঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিংয়ের আবেগঘন বক্তৃতার জন্যই বিদেশি ক্রিকেটারেরা ভারত ছাড়েননি বলে জানা গিয়েছে। পন্টিং নিজেও থেকে গিয়েছেন ভারতে।
advertisement
1/5

খাতায় কলমে যুদ্ধবিরতি। কিন্তু উত্তেজনা দুই দেশের মধ্যে এতটুকু কমেনি। এক দিকে তা যেমন প্রভাব বিস্তার করেছে দেশের নাগরিকদের মধ্যে, অন্য দিকে তেমনই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন সেই সব বিদেশিরা, যাঁরা বর্তমানে ভারতে রয়েছেন। এই প্রসঙ্গে সবার আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমে যে সব বিদেশি খেলোয়াড়রা খেলছেন, তাঁদের কথা বেশি করে মনে পড়ে যাবে। তবে, তাঁরা স্বদেশে ফিরে যাননি। বরং, চূড়ান্ত পেশাদার মনোভাবেরই পরিচয় দিয়েছেন তাঁরা। পথ দেখিয়েছেন রিকি পন্টিং। (Photo Courtesy: PBKS)
advertisement
2/5
সঙ্গত কারণেই তাঁর কথা এখন নতুন করে সবার মুখে ফিরছে। রিকি পন্টিং যে অসাধারণ সাহস দেখিয়েছেন, তা স্বীকার করে নিচ্ছেন সবাই। এই কঠিন সময়েও তিনি ভারত এবং পেশাদার মনোভাব ত্যাগ করেননি। বিদেশি খেলোয়াড়রা যখন দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, পন্টিং শেষ মুহূর্তে বিমানে ওঠা থেকে সরে এসেছেন। পন্টিং এবং আরও চারজন বিদেশি খেলোয়াড় ভারতেই থেকে গিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সময় পঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিংয়ের বাড়ি ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি বিমান থেকে নেমে পড়েন। তাঁর কাছে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার বিকল্প ছিল, কিন্তু শেষ মুহূর্তে উদ্বিগ্ন যাত্রী ভর্তি বিমান থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। (Picture Credit: X/@PunjabKingsIPL)
advertisement
3/5
রিকি পন্টিং তো দিল্লিতেই থেকে গেলেন! একই সঙ্গে তিনি এটাও নিশ্চিত করেছেন যে পঞ্জাব কিংসের বিদেশি খেলোয়াড়রাও ভারতেই থাকেন। পঞ্জাব কিংসের সিইও সতীশ মেনন পিটিআইকে বিশ্বকাপজয়ী অধিনায়কের বিদেশি খেলোয়াড় সহ পুরো দলের উদ্দেশে দেওয়া অনুপ্রেরণামূলক বক্তৃতার কথা উল্লেখ করে বলেছেন, ‘‘এটি পন্টিংয়ের ব্যক্তিত্বকে প্রকাশ করে। কেবল তিনিই এটি করতে পারতেন।’’ (Photo: (X/PBKS)
advertisement
4/5
৮ মে আইপিএল ম্যাচ বাতিল হওয়ার পর ধরমশালা থেকে দিল্লিতে ট্রেনে যে খেলোয়াড়রা ফিরছিলেন, তাঁদের মধ্যে ছিলেন মার্কাস স্টয়নিস, অ্যারন হার্ডি, জশ ইংলিশ এবং জেভিয়ার বার্টলেট। দলের একটি সূত্র জানিয়েছে, বিদেশি খেলোয়াড়রা এ ধরনের পরিস্থিতি অর্থাৎ যুদ্ধের মতো পরিস্থিতিতে অভ্যস্ত নন। তাই তাঁদের চিন্তিত হওয়াই স্বাভাবিক ছিল। স্টোইনিসের নেতৃত্বে তাঁরা সবাই যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চেয়েছিল। কিন্তু পন্টিং তাঁদের যুদ্ধবিরতির পরেও থাকতে রাজি করিয়েছিলেন। (Photo: AP)
advertisement
5/5
যাই হোক, আইপিএল পুনরায় শুরু হওয়ার ঘোষণা হতে চলেছে। এই পরিস্থিতিতে পঞ্জাব কিংস বেশ ভাল জায়গায় রয়েছে বলতেই হয়, কারণ তাদের বেশিরভাগ তারকা খেলোয়াড়, ভারতীয় এবং বিদেশি, ইতিমধ্যে দেশেই রয়েছেন। (Photo: PTI)