IPL 2025 Points Table Update: পয়েন্ট টেবিলে পাল্টে গেল অঙ্ক! বিদায় ২ চ্যাম্পিয়ন দলের, কারা উঠবে প্লে অফে?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Points Table: দেখতে দেখতে প্রায় শেষের দিকে চলে এসেছে আইপিএল ২০২৫-এর গ্রুপ পর্বের খেলা। জমে উঠেছে প্লে অফের ওঠার লড়াই। লিগ টেবিলের আটটি দলের কাছে এখনও প্লেঅফে ওঠার সুযোগ রয়েছে।
advertisement
1/4

কিন্তু এবারের আইপিএল থেক প্রাক্তন দুই চ্যাম্পিয়ন দলের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে ও আইপিএলের ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসের আপ শেষ প্রথম চারে থাকার কোনও সুযোগ নেই।
advertisement
2/4
আইপিএলের লিগ টেবিলে মুম্বই ইন্ডিয়ান্স, আরসিবি, পঞ্জাব কিংস, গুজরাত টাইটান্স,দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টস, এই পাঁচ দল মূলত লড়াইয়ে রয়েছে পরের রাউন্ডে যাওয়ার জন্য।
advertisement
3/4
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের কাছে সুযোগ রয়েছে প্লে অফের যাওয়ার। তবে, তাদের প্রতিযোগিতায় বাকি সবকিট ম্যাচই ডু অর ডাই। ফলে কঠিন লড়াই কেকেআর ও এসআরএইচের সামনে।
advertisement
4/4
বর্তমানে ১১ ম্যাচে ১৪ নিয়ে শীর্ষে মুম্বই (রানরেটের নিরিখে), ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় আরসিবি, ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় পঞ্জাব, ৯ ম্যাচে ১২ পয়েন্ট চতুর্থ গুজাত, ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম দিল্লি, ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ লখনউ, ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম কেকেআর। আর ১১ ম্যাচে ৬, ৯ ম্য়াচে ৬, ১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম রাজস্থান, নবম হায়দ্রাবাদ, দশম সিএসকে।