IPL 2025 Points Table: পয়েন্ট টেবিলে বড় লাফ দিল কেকেআর, বাকি ১০ দল কোথায়? রইল পুরো আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Points Table Standings: আইপিএল ২০২৫-এ প্রতিদিন টানটান ম্যাচের সাক্ষী থাকছে ফ্যানেরা। একইসঙ্গে পয়েন্ট টেবিলে শুরু হয়ে গিয়েছে সাপ লুডোর খেলা।
advertisement
1/6

আইপিএল ২০২৫-এ প্রতিদিন টানটান ম্যাচের সাক্ষী থাকছে ফ্যানেরা। একইসঙ্গে পয়েন্ট টেবিলে শুরু হয়ে গিয়েছে সাপ লুডোর খেলা। প্রতিদিন চলছে ওঠা নামা। দীর্ঘ ২ মাসের লড়াই শেষে প্রথম চারটি দল যাবে পরের রাউন্ডে।
advertisement
2/6
আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল কেকেআরকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে জয়ের সরণীতে ফিরেছে কেকেকআর।
advertisement
3/6
রাজস্থান ম্যাচের আগে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে ছিল কেকেআর। কিন্তু দ্বিতীয় ম্যাচ জিততেই বড় লাফ দিয়েছে নাইটরা। ২ ম্যাচে ১ জয়, ১ হার, ২ পয়েন্ট ও নেট রানরেট -০.৩০৮ নিয়ে ছয় নম্বরে উঠে এসেছে কেকেআর।
advertisement
4/6
টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত জয়ের ফলে সানরাইজার্স +২.২০০ এর নেট রানরেট নিয়ে আইপিএল ২০২৫ স্ট্যান্ডিংয়ে প্রথম স্থানে রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের পর আরসিবি ২ পয়েন্ট এবং +২.১৩৭ রানরেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
advertisement
5/6
পঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সকে হারানোর ফলে ২ পয়েন্ট এবং +০.৫৫০ রেনরেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। চেন্নাই সুপার কিংসও তাদের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুরন্ত শুরু করেছে। ১ ম্যাচে ২ পয়েন্ট ও +০.৪৯৩ নিয়ে চতুর্থ স্থানে সিএসকে।
advertisement
6/6
এর পাশাপাশি এলএসজির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ১ উইকেটে জিতে ২ পয়েন্ট এবং +০.৩৭১ রানরেট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া সকলেই তাদের প্রথম ম্যাচ হেরেছে। ৭ নম্বরে এলএসজি, ৮ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স, ৯ নম্বরে গুজরাত টাইটান্স, ২টো হেরে ১০ নম্বরে রয়েছে রাজস্থন রয়্যালস।