KKR-এর কি আশা শেষ? কত পয়েন্ট পেলে নাইটরা খেলবে IPL প্লে-অফ? হিসেব একদম সোজা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বাতিল বৃষ্টির জন্য। এর পর দিল্লি, রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ বাকি কেকেআরের। ফলে বাকি ৫টি ম্যাচ টানা জেতা কঠিন। তবে আর একটাও ম্যাচ হারলে লড়াই থেকেই একেবারে ছিটকে যাবে নাইটরা।
advertisement
1/7

পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ বাতিল বৃষ্টির জন্য। এর পর দিল্লি, রাজস্থান, চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ বাকি কেকেআরের। ফলে বাকি ৫টি ম্যাচ টানা জেতা কঠিন। তবে আর একটাও ম্যাচ হারলে লড়াই থেকেই একেবারে ছিটকে যাবে নাইটরা।
advertisement
2/7
শনিবার ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির জন্য বাতিল। কেকেআর আরও চাপে পড়ে গেল। আইপিএল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে থাকা কেকেআরের সামনে এখন রাস্তা এখন খুব কঠিন।
advertisement
3/7
বাকি থাকা পাঁচটি ম্যাচই জিততে হবে নাইটদের। শনিবারের পর ন’ম্যাচে কেকেআরের পয়েন্ট ৭। হাতে আর পাঁচটি ম্যাচ। পাঁচটাই জিততে পারলে কেকেআরের পয়েন্ট হবে ১৭।
advertisement
4/7
কেকেআর এবারচারটি জিতলে এবং একটি হারলে তাদের পয়েন্ট হবে ১৫। তখন রাহানেদের তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। পঞ্জাব কিংস, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনউ সুপার জায়ান্টসের ফলের উপর নির্ভর করতে হবে কেকেআরকে।
advertisement
5/7
৯টি ম্যাচ খেলে পঞ্জাবের ১১ পয়েন্ট। একই ম্যাচ খেলে মুম্বই এবং লখনউয়ের ১০ পয়েন্ট। ফলে এর পর কেকেআর যদি ১৫ পয়েন্টে গ্রুপ পর্ব শেষ করে তা হলে তাকিয়ে থাকতে হবে পঞ্জাব, মুম্বই ও লখনউ পয়েন্ট নষ্ট করে কি বা সে দিকে!
advertisement
6/7
কেকেআর এবার খেলবে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আর এই তিনটি দলই পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে। তবে সবার আগে ২৯ এপ্রিল অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে কেকেআর। সেই ম্যাচ হারলে আশা কার্যত শেষ নাইটদের।
advertisement
7/7
এক ঝলকে দেখে নেওয়া যাক কেকেআরের ম্যাচের দিন- ২৯ এপ্রিল দিল্লি ক্যাপিটালস (অ্যাওয়ে), ৪ মে রাজস্থান রয়্যালস (হোম), ৭ মে চেন্নাই সুপার কিংস (হোম), ১০ মে সানরাইরার্জ হায়দরাবাদ (অ্যাওয়ে) এবং ১৭ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অ্যাওয়ে)।