IPL 2025 Playoffs: আইপিএল প্লেঅফে চার দল পাকা, কারা খেলবে কাদের বিরুদ্ধে? কী বলছে সমীকরণ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Playoffs: আইপিএলে খুব একটা এমন হতে দেখা যায় না। এখনও গ্রুপ পর্বের সাতটি ম্যাচ বাকি। তার আগেই বৃহস্পতিবার মুম্বই বনাম দিল্লি ম্যাচের পর ঠিক হয়ে গেল প্লেঅফের চারটি দল।
advertisement
1/7

আইপিএলে খুব একটা এমন হতে দেখা যায় না। এখনও গ্রুপ পর্বের সাতটি ম্যাচ বাকি। তার আগেই বৃহস্পতিবার মুম্বই বনাম দিল্লি ম্যাচের পর ঠিক হয়ে গেল প্লেঅফের চারটি দল।
advertisement
2/7
একটা সময় শুরুতে টানা হয়ে লিগ টেবিলের শেষে ছিল মুম্বই। সেখান থেকে ঘুড়ে দাঁড়িয়ে টানা ম্যাচ জিতে প্লেঅফের টিকিট পাকা করে ফেলল হার্দিক পান্ডিয়ার দল। বর্তমানে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে মুম্বই।
advertisement
3/7
১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব কিংস। পাকা হয়ে গিয়েছে প্লেঅফের টিকিট। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে প্রথমবার আইপিএল জয়ের স্বপ্ন দেখছে প্রীতি জিন্টার দল।
advertisement
4/7
১২ ম্য়াচে ১৭ পয়েন্ট নিয়ে রানরেটের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরের রাউন্ডে পৌছে গিয়ে আরসিবিও ট্রফির খরা কাটানোর ছক কষতে শুরু করে দিয়েছে।
advertisement
5/7
লিগ টেবিলে প্রথম স্থানে রয়েছে গোটা মরশুমে দুরন্ত ফর্মে থাকা গুজরাত টাইটান্স। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট শুভমান গিলের দল। এবার আইপিএলে সবার প্রথম দল হিসেবে প্লেঅফে পৌছে জিটি।
advertisement
6/7
এবার প্রশ্ন হচ্ছে প্লেঅফে কারা কোন দলের বিরুদ্ধে খেলবে? আইপিএলের প্রথম প্লেঅফ ২৯ মে, দ্বিতীয় প্লেঅফ বা এলিমিনেটর ৩০ মে, তৃতীয় প্লেঅফ বা এলিমিনেটর পয়লা জুন। ফাইনাল ৩ জুন।
advertisement
7/7
প্লে অফে জায়গা পাকা করে নেওয়া চারটি দল গুজরাত, আরসিবি, পঞ্জাব, মুম্বই চারটি দলেরই দুটি অথবা একটি ম্যাচ বাকি রয়েছে। ফলে প্রথম দুইয়ে কারা থাকবে ও তৃতীয় ও চতুর্থ স্থনে কারা থাকবে তা এখনও নির্ধারিত নয়। আগামী কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে।