IPL 2025 Playoffs Scenario: ৩ দলের প্লেঅফ পাকা, বাকি একটি জায়গার জন্য লড়াই আরও ৩ দলের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Playoffs Scenario: সাময়ীক বিরতির ফের আইপিএল শুরু হতেই পরিষ্কার হয়ে যাচ্ছে প্লেঅফের অঙ্ক। কোন কোন দল প্লেঅফে পৌছে গিয়েছে আর কোন দল যেতে পারে তার সমীকরণ অনেকটাই সোজা হয়ে গিয়েছে।
advertisement
1/5

সাময়ীক বিরতির ফের আইপিএল শুরু হতেই পরিষ্কার হয়ে যাচ্ছে প্লেঅফের অঙ্ক। কোন কোন দল প্লেঅফে পৌছে গিয়েছে আর কোন দল যেতে পারে তার সমীকরণ অনেকটাই সোজা হয়ে গিয়েছে।
advertisement
2/5
বিশেষ করে রবিবার দিল্লি ক্যাপিটালসকে গুজরাত টাইটান্স হারাতেই ৩টি দলের জায়গা প্লেঅফে পাকা হয়ে গিয়েছে। দিল্লিকে ১০ উইকেটে হারিয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লেঅফ পাকা শুভমান গিলদের (নেট রানরেট ০.৭৯৫)। (Photo Courtesy- AP)
advertisement
3/5
অপরদিকে, গুজরাত জিততেই পরের রাউন্ডে পৌছে গেল আরসিবি ও পঞ্জাব। দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর পয়েন্ট ১২ ম্যাচে ১৭। তৃতীয় স্থানে থাকা পঞ্জাবের পয়েন্টও ১২ ম্যাচে ১৭। আরসিবির নেট রানরেট ০.৪৮২, পঞ্জাবের নেট রানরেট ০.৩৮৯।
advertisement
4/5
বর্তমানে লিগ টেবিলের যা পরিস্থিতি আরসিবি ও পঞ্জাব শেষ দুটি ম্যাচ না জিতলেও পয়েন্ট ও নেট রানরেটের নিরিখে প্লেঅফে পৌছে যাবে আরসিবি ও পঞ্জাব। ফলে একটি জায়গা নিয়ে লড়াই ৩ দলের।
advertisement
5/5
মুম্বই ইন্ডিয়ান্সের পয়েন্ট ১২ ম্যাচে ১৪, নেট রানরেট ১.১৫৬। দিল্লি ক্যাপিটালস ১২ ম্যাচে ১৩ পয়েন্ট, নেট রানরেট ০.২৬০। লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১১ ম্যাচে ১০, নেট রানরেট -০.৪৬৯। এখনও পর্যন্ত চতুর্থ স্থানের লড়াইয়ে অ্যাডভান্টেজ মুম্বই।