IPL 2025: অর্ধেক আইপিএল শেষ! প্লে-অফে তিন দল! 'ফাঁকা' আর একটা জায়গা! 'আশা' তিন দলের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ভারত-পাক সংঘাতের জেরে আচমকা বন্ধ হয়েছিল আইপিএল। তবে আবার শুরু হয়েছে ক্রোড়পতি লিগ। আর এবার প্লে-অফ শুরু হওয়ার পালা।
advertisement
1/5

অর্ধেক আইপিএল শেষ। পরিস্থিতি যা তাতে প্লে-অফে কোন কোন দল খেলবে তা প্রায় পরিষ্কার। তবে এখনও কিছু হিসেব বাকি আছে। বলা যায়, তিনটি দল প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। আর চারটি দল নিজেদের জায়গা পাকা করার জন্য এখনও লড়ছে।
advertisement
2/5
ভারত-পাক সংঘাতের জেরে আচমকা বন্ধ হয়েছিল আইপিএল। তবে আবার শুরু হয়েছে ক্রোড়পতি লিগ। আর এবার প্লে-অফ শুরু হওয়ার পালা। আপাতত প্লে-অফে একসঙ্গে পাকা হয়ে গিয়েছে তিনটি দল। গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস প্লে-অফে জায়গা পাকা করে ফেলেছে।
advertisement
3/5
প্লে-অফে বাকি রয়েছে আর একটি জায়গা। আর সেই জায়গার জন্য লড়াই করছে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। কেকেআরের আর কোনও আশা নেই। সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসেরও সম্ভাবনা কম।
advertisement
4/5
১২ ম্যাচে ১৮ পয়েন্ট গুজরাতের। নেট রানরেট +০.৭৯৫। আরও দুটি ম্যাচ বাকি তাদের। ফলে গুজরাতের প্লে-অফে খেলার জায়গা পাকা করে ফেলেছে। বেঙ্গালুরুর পয়েন্ট ১২ ম্যাচে ১৭। তারা দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের জায়গা পাকা করে ফেলেছে। তিনে পঞ্জাব কিংস। তাদের পয়েন্ট ১৭।
advertisement
5/5
মুম্বইয়ের পয়েন্ট ১২ ম্যাচে ১৪। তারাও লড়ছে প্লে-অফের জন্য। লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট ১১ ম্যাচে ১০। দিল্লির পয়েন্ট ১২ ম্যাচে ১৩। এই তিনটি দলই প্লে-অফে খেলার জন্য লড়ছে।