TRENDING:

IPL 2025 Play off: জমে গেল আইপিএল! প্লে-অফ খেলবে কোন কোন দল? কেকেআর কোথায় দাঁড়িয়ে?

Last Updated:
Ipl 2025 point table- অনেকেই বলছিলেন, এবারের আইপিএল জমছে না। তবে প্লে-অফের লড়াই কিন্তু এবার জমজমাট। দিল্লিকে হারিয়ে কেকেআর আবার প্লে-অফে ওঠার লড়াইয়ে ভেসে উঠেছে।
advertisement
1/8
জমে গেল আইপিএল! প্লে-অফ খেলবে কোন কোন দল? কেকেআর কোথায় দাঁড়িয়ে?
অনেকেই বলছিলেন, এবারের আইপিএল জমছে না। তবে প্লে-অফের লড়াই কিন্তু এবার জমজমাট। দিল্লিকে হারিয়ে কেকেআর আবার প্লে-অফে ওঠার লড়াইয়ে ভেসে উঠেছে। দেখে নেওয়া যাক, আর কোন কোন দলের প্লে অফ খেলার আশা এখনও রয়েছে!
advertisement
2/8
আইপিএলের লিগ পর্যায়ের খেলা অর্ধেকের বেশি হয়ে গিয়েছে। একদিকে, পয়েন্ট টেবিলে প্রথম আর দ্বিতীয় স্থানে থাকা গুজরাত ও দিল্লি এখন আর আগের জায়গায় নেই। কামব্যাক করেছে মুম্বই। আর ওদিকে, কেকেআর আবার প্লে-অফে খেলার জন্য লড়াই শুরু করেছে।
advertisement
3/8
আরসিবির এখন পয়েন্ট ১৪। তাদের জন্য প্লে-অফের দরজা মোটামুটি খোলা। এখনও তাদের চারটি ম্যাচ বাকি। একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত।
advertisement
4/8
১২ পয়েন্ট নিয়ে দুইয়ে মুম্বই। টানা পাঁচটি ম্যাচ জিতেছে তারা। আর দুটো ম্যাচ জিতলেই প্লে-অফে খেলার মতো জায়গায় চলে যাবে মুম্বই।
advertisement
5/8
তিন নম্বরে গুজরাত। তাদেরও পয়েন্ট ১২। পাঁচটি ম্যাচ আছে এখনও হাতে। ফলে তাদের প্লে-অফের রাস্তা এখনও খোলা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট দিল্লির। বাকি চারটি ম্যাচ। তাদের জন্যও এখনও প্লে-অফের দরজা খোলা।
advertisement
6/8
১১ পয়েন্ট পাঞ্জাব কিংসের। শেষ পাঁচটি ম্যাচের তিনটি জিতলে তাদেরও প্লে-অফের রাস্তা খুলে যাবে। দুটি জিতলেও কিছুটা সম্ভাবনা থাকবে। তবে নেট রান রেট তাদের কিছুটা কম। অন্যদিকে, ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে লখনউ।
advertisement
7/8
১০ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট কেকেআরের। বাকি আর চারটি ম্যাচ। কেকেআরকে জিততে হবে প্রতিটি ম্যাচ। একটি ম্যাচও হারলে পরিস্থিতি জটিল হয়ে যাবে নাইটদের।
advertisement
8/8
রাজস্থান ও হায়দরাবাদের পয়েন্ট ৬। চেন্নাইয়ের পয়েন্ট ৪। পরের সব ম্যাচ জিতলেও এই তিন দলের পক্ষে প্লে-অফে ওঠা কার্যত অসম্ভব।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2025 Play off: জমে গেল আইপিএল! প্লে-অফ খেলবে কোন কোন দল? কেকেআর কোথায় দাঁড়িয়ে?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল