TRENDING:

৬টা ম্যাচ বাকি কেকেআরের, ক'টা জিততে হবে? প্লে-অফের সোজা হিসেব, দেখে নিন

Last Updated:
সোমবার ইডেনে গুজরাতের কাছে হার। কেকেআরের লড়াই আর কঠিন হয়ে গেল। কেকেআরের আর গ্রুপ পর্বে ৬টা ম্যাচ বাকি। কটা ম্যাচ জিতলে প্লে-অফে খেলতে পারবে নাইটরা!
advertisement
1/6
৬টা ম্যাচ বাকি কেকেআরের, ক'টা জিততে হবে? প্লে-অফের সোজা হিসেব, দেখে নিন
হারতে হারতে পয়েন্ট টেবিলের নিচে কেকেআর। এতদিন কেকেআরের অজুহাত ছিল ইডেনের উইকেট। সামনে প্লে-অফের রাস্তা কঠিন। তবে নাইটরা আশা ছাড়ছে না। গুজরাতের কাছে হেরে রাহানেদের চাপ বেড়েছে। তবে এখনও প্লে-অফে খেলার রাস্তা খোলা।
advertisement
2/6
সোমবার ইডেনে গুজরাতের কাছে হার। তার পর কেকেআরের লড়াই আর কঠিন হয়ে গেল। নাইটদের ঘরের মাঠেই কেকেআরকে শাসন করে গেল গুজরাত। কেকেআরের আর গ্রুপ পর্বে ৬টা ম্যাচ বাকি। কটা ম্যাচ জিতলে প্লে-অফে খেলতে পারবে নাইটরা!
advertisement
3/6
সৌমবার গুজরাতের কাছে ৩৯ রানে হার। আপাতত লিগ তালিকায় সাত নম্বরে রয়েছে কেকেআর। আইপিএলের প্লে-অফে উঠতে হলে অন্তত ১৬ পয়েন্ট দরকার হয়। কেকেআর সেই পয়েন্ট থেকে এখনও অনেকটাই দূরে।
advertisement
4/6
আইপিএল ২০২৫-এর লিগ পর্বের বাকি ছ’টি ম্যাচের মধ্যে পাঁচটিতে জিততে হবে। তবে তাতেও যে কেকেআরের প্লে-অফ নিশ্চিত, তা কিন্তু নয়। কারণ অনেক ক্ষেত্রে ১৬ পয়েন্ট প্লে-অফে ওঠার জন্য যথেষ্ট হয় না।
advertisement
5/6
নাইটদের আরও বড় সমস্যা দুর্বল রান রেট। এখন কেকেআরের রানরেট -০.৬৩৩। আর সেটা তালিকায় চারে থাকা পঞ্জাব কিংসের (০.১৭৭) থেকেও কম। ফলে এটাই এখন সব থেকে বড় চিন্তা।
advertisement
6/6
পঞ্জাব কিংসের বিরুদ্ধে সামনের শনিবার ম্যাচ কেকেআরের। সেই ম্যাচ হারলে আরও চাপ বাড়বে কেকেআরের। আর যদি নাইটরা পরবর্তী ৬টি ম্যাচ জেতে, তা হলে তাদের পয়েন্ট হবে ১৮। ফলে তখন প্লে-অফে ওঠার সম্ভাবনা ভালই থাকবে।
বাংলা খবর/ছবি/খেলা/
৬টা ম্যাচ বাকি কেকেআরের, ক'টা জিততে হবে? প্লে-অফের সোজা হিসেব, দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল