TRENDING:

IPL 2025: দলের প্লেয়ারদের 'চাহিদা' মেটাতে ঘেমে স্নান হয়েছিলেন প্রীতি জিন্টা! কী করেছিলেন পঞ্জাব কিংসের মালকিন?

Last Updated:
IPL 2025 Once Preity Zinta Made 120 Aloo Parathas For Punjab Kings Players Know The Unknown Story: আইপিএল মানেই ক্রিকেট আর বিনোদনের এক অদ্ভূত ককটেল। মাঠের খেলার পাশাপাশি এখানে মাঠের বাইরেও নানা ঘটনা ঘটে। যা নিয়ে ফ্যানেদের কৌতুহলের অভাব নেই।
advertisement
1/7
প্লেয়ারদের 'চাহিদা' মেটাতে ঘেমে স্নান প্রীতি জিন্টা! কী করেছিলেন পঞ্জাব কিংসের মালকিন?
আইপিএল মানেই ক্রিকেট আর বিনোদনের এক অদ্ভূত ককটেল। মাঠের খেলার পাশাপাশি এখানে মাঠের বাইরেও নানা ঘটনা ঘটে। যা নিয়ে ফ্যানেদের কৌতুহলের অভাব নেই। কোনও ঘটনা সামনে আসে, কোনও ঘটনা আবার আসে না।
advertisement
2/7
আবার এমন কিছু অজানা ঘটনা উঠে আসে বহু বছর পর। তেমন একটা ঘটনা গত আইপিএল চলাকালীন সকলকে জানিয়েছিলে পঞ্জাব কিংস দলের অন্যতম কর্ণধার বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যা অবাক করেছিল সকলকে।
advertisement
3/7
প্রীাতি জিন্টা জানিয়েছেন, ২০০৯ সালে যখন আইপিএলের আসর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল, সেই সময় প্রোটিয়া ভূমে দলের সঙ্গেই ছিলেন তিনি। একটি ম্যাচের আগে প্লেয়ারদের প্রীতি বলেছিলেন এই ম্যাচ জিততে পারলে তিনি আলু পরোটা নিজের হাতে বানিয়ে খাওয়াবেন।
advertisement
4/7
এমন প্রতিশ্রুতি তো দিয়েছিলেন বলিউড অভিনেত্রী। কিন্তু তার পরের অবস্থা বা পরিস্থিতি যে কি হতে পারে তা কথা দেওয়ার সময় ভেবে দেখেননি প্রীতি জিন্টা। সেই ম্যাচ জিতে যায় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব দল।
advertisement
5/7
ম্যাচ জিতে হোটেলে ফেরে গোটা দল। কিন্তু হোটেলের খাবার যুবরাজ সিং, ইরপান পাঠানদের পছন্দ হয়নি। তারপর প্রীতির কথা মত তাঁর কাছে আলু পরোটা খাওয়ার দাবি জানায় ক্রিকেটাররা। প্রীতি খুশি খুশি বানানো শুরু করলেও পরে বুঝতে পেরেছিলেন কত বড় ভুল করেছেন তিনি। কারণ মোট ১২০টি আলু পরোটা বানাতে হয়েঠছিল।
advertisement
6/7
প্রীতি জিন্টা জানিয়েছেন,'ছেলেরা যা কতটা খেতে পারে সেই দিন আমি বুঝতে পেরেছিলাম। মোট ১২০টি আলু পরোটা আমাকে বানাতে হয়েছিল।' ফলে যুবরাজ, পাঠানদের খিদে মেটাতে গিয়ে যে গলদ ঘর্ম অবস্থা হয়েছিল তা বোঝাই যাচ্ছে।
advertisement
7/7
প্রীতি জিন্টা ওই সাক্ষাৎকারে শেষে মজা করে বলেছেন,'এর পর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি।' তবে ১৪ বছর পর এই মজাদার ঘটনা যে ক্রিকেট প্রেমি থেকে শুরু করে সকলকে খুব মজা দিয়েছে তা মানতেই হবে।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2025: দলের প্লেয়ারদের 'চাহিদা' মেটাতে ঘেমে স্নান হয়েছিলেন প্রীতি জিন্টা! কী করেছিলেন পঞ্জাব কিংসের মালকিন?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল