MS Dhoni: ভারতীয় দলের কোন প্লেয়ারকে 'শারাপোভা' বলে ডাকেন ধোনি? জানা গেল মজাদার তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: এমনিতে শান্ত হলেও মজা করতে বরাবরই ভালবাসেন এমএস ধোনি। আইপিএলের মাঝেই জানা গেল ধোনির বিষয়ে একটি মজাদার তথ্য। যা অনেকের কাছেই অজানা।
advertisement
1/5

এমনিতে শান্ত হলেও মজা করতে বরাবরই ভালবাসেন এমএস ধোনি। আইপিএলের মাঝেই জানা গেল ধোনির বিষয়ে একটি মজাদার তথ্য। যা অনেকের কাছেই অজানা।
advertisement
2/5
ভারতীয় দলের এক তারকাকে ধোনি 'শারাপোভো' বলে ডাকেন। সেই ক্রিকেটার নিজেই জানালেন এই তথ্য। কেন তাঁকে টেনিস তারকার নামে ডাকতেন তাও জানালেন ভারতীয় তারকা।
advertisement
3/5
সেই ক্রিকেটার হলেন মিডিয়াম পেসার মোহিত শর্মা। তিনি বলেন,"আমি বল করার সময় চিৎকার করি। কেন করি জানি না। বন্ধ করার চেষ্টা করেছি। কিন্তু হয় না। এক সময় মাহি ভাই আমাকে মারিয়া শারাপোভা বলে ডাকতে শুরু করে।"
advertisement
4/5
এছাড়াও মোহিত শর্মা বলেন,"আমার চিৎকারের জন্য ব্যাটারের মনে হয় বল ১৪০-১৫০ কিলোমিটার গতিতে আসবে। যদিও সেটা হয় না। শারাপোভাও টেনিস খেলার সময় চিৎকার করতেন। সেই কারণেই মাহি ভাই আমাকে শারাপোভা বলে ডাকেন।"
advertisement
5/5
প্রসঙ্গত, মাঝে ক্রকেটের মূল স্রোত থেকে হারিয়ে গিয়েছিলেন মোহিত শর্মা। গুজরাত টাইটান্সে নেট বোলার হিসেবে যোগ দিয়ে ভাগ্য বদলে যায়। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।