IPL 2025 Mega Auction: সিএসকে-র তরুপের তাসকে ছিনিয়ে আনার ভাবনা কেকেআরের, কোন বিদেশিকে হঠিয়ে এই তরুণে বাজি ধরবে নাইট ম্যানেজমেন্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR News: তরুণ তুর্কিকে নিয়ে নেবে সিএসকে-র থেকে, কী ব্লুপ্রিন্ট বানিয়ে এগোচ্ছে নাইট রাইডার্স
advertisement
1/10

: কেকেআর ফ্যান৷ জানেন কি এবার কোন বিদেশি ক্রিকেটারের জন্য অল আউট ঝাঁপাতে পারে ৷ নাম শুনলে চমকে উঠবেন৷ সিএসকে -র বিদেশি অলরাউন্ডারকে নিয়ে ব্লু প্রিন্ট সাজাতে চলেছে শাহরুখ খানের দল৷
advertisement
2/10
এক সর্বভারতীয় ক্রিকেট সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে যে কেকেআর এবার নিউজিল্যান্ডের তারকা রচিন রবীন্দ্রের দিকে নজর ঘুরিয়েছে৷ কারণ থিঙ্কট্যাঙ্ক সূত্রে নাকি খবর সিএসকে যে প্লেয়ারদের রিটেন করবে তার মধ্যে রচিন রবীন্দ্রর নাম নেই৷
advertisement
3/10
আইপিএল ২০২৫-র মেগা নিলাম: রচিন রবীন্দ্র কি কেকেআরের জন্য সিএসকে ছেড়ে যাচ্ছেন? নাকি এটি CSK -র কৌশলগত পরিকল্পনা?কেন CSK রবীন্দ্রকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারে। আইপিএল ২০২৫-র আগে ফের এক মেগা নিলাম হবে তার আগে চেন্নাইয়ের মূল ভাবনা দলের ব্যালান্স এবং ট্র্যাডিশন দুইয়ের ভারসাম্য বজায় রাখা৷
advertisement
4/10
এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, এবং রুতুরাজ গায়কোয়াড়ের মত ক্রিকেটারদের ধরে রাখার সম্ভাবনা বেশি৷ সিএসকে-মূলত সেই ক্রিকেটারদের ধরে রাখতে চায় যারা অভিজ্ঞতা সম্পন্ন কিম্বা সিএসকে-র জার্সিতে ধারাবাহিক সাফল্য দেখিয়েছে৷
advertisement
5/10
ঠিক এই কারণেই রচিন রবীন্দ্র, সম্ভাবনাময় ক্রিকেটার হলেও রিটেনশন লিস্টে তাঁর নাম থাকাটা খুব একটা সম্ভব বলে মনে করছে না ওয়াকিবহাল মহল৷ এর সঙ্গে থাকছে মেগা নিলামের জন্য বাজেট ব্যবস্থাপনা বা বিকল্প কৌশলগুলি গ্রহণ করার বিষয়ও৷
advertisement
6/10
কেকেআরের অধিগ্রহণ লক্ষ্যঅন্যদিকে, রবীন্দ্রের প্রতি কেকেআর-এর আগ্রহ একটি কৌশলগত অধিগ্রহণের ইঙ্গিত পাওয়া গেছে থিঙ্কট্যাঙ্কের পক্ষ থেকে । তাঁরা তার মধ্যে শুধু প্রতিভা নয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সোজা কথায় তাঁকে লংটার্ম ইনভেস্টমেন্ট হিসেবে দেখতে চাইছে।
advertisement
7/10
এই মরশুমে কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেখানে তাঁরা তাঁদের স্কোয়াডকে শক্তিশালী করার লক্ষ্য রাখছে৷ KKR রবীন্দ্রের মতো তরুণ, গতিশীল খেলোয়াড়দের দলে নিতে চাইছে। চাপের মধ্যে তাঁর পারফর্ম করার ক্ষমতা, ব্যাটসম্যান হিসেবে তাঁর বহুমুখী প্রতিভা রয়েছে পাশাপাশি তিনি বোলিংও করতে পারেন, ফলে নাইটদের জন্য তিনি সত্যিই একজন ইউটিলিটি প্লেয়ার হতে পারেন৷
advertisement
8/10
নিলামের ডায়নামিক্সIPL-র মেগা নিলামে, দলগুলি প্রায়ই পারফরমারদের ধরে রাখা এবং কোন ক্রিকেটারকে ধরে রাখবে কাকে ছেড়ে দেবে এই নিয়ে নানা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকে। সিএসকে রচিন রবীন্দ্রকে ছেড়ে দিলে তা তাদের জন্য একটি ক্যালকুলেটিভ রিস্ক হতে পারে৷
advertisement
9/10
কেকেআর তাকে নেওয়ার উদ্দেশ্যে এই ভাবনাই কার্যকরী হবে যার লক্ষ্য তারুণ্যকে অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে দেওয়া৷ KKR-এ তিনি শুরু থেকেই একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে পারেন, যা তাঁর ক্রিকেট কেরিয়ারে গুরুত্বপূর্ণ একটা দিশাও দেখাতে পারে৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সম্ভাব্য ভূমিকাও নির্দেশ করবে।
advertisement
10/10
রবীন্দ্র KKR-র বেগুনি জার্সিতে খেলবেন না CSK-র হলুদ জার্সিতে ফিরবেন IPL 2025-এ তাঁর ক্রিকেট যাত্রা বড় ভূমিকা নেবে৷ এটি যে কোনও ফ্রাঞ্চাইজির পক্ষেই কৌশলগত চাল, চমক এবং, নিঃসন্দেহে, ক্রিকেটীয় উজ্জ্বলতায় ভরা প্রতিশ্রুতি দেয়। সেক্ষেত্রে তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের জায়গায় কি তরুণ এই প্রতিভাশালীকে ভাববে টিম ম্যানেজমেন্ট৷