IPL 2025 Mega Auction: আইপিএল নিলামে বাংলার প্লেয়ারদের নিয়ে কাড়াকাড়ি! বিপুল টাকায় দল পেলেন ২ জন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 Mega Auction: কেকেআরের পাশাপাশি বাংলার প্লেয়ার যারা নিলামে রয়েছে তারা কেমন দর পায়, কোন দলে জায়গা পায় তা নিয়ে কৌতুহল ছিল বাংলার ক্রিকেট প্রেমিদের।
advertisement
1/6

আইপিএল নিলামের প্রথম দিন থেকেই উঠেছিল টাকার ঝড়। রেকর্ড দামে বিক্রি হয়েছে ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়াররা। দ্বিতীয় দিনে কীভাবে এগোয় নিলাম সেদিকেই নিজের ছিল সকলের।
advertisement
2/6
কেকেআরের পাশাপাশি বাংলার প্লেয়ার যারা নিলামে রয়েছে তারা কেমন দর পায়, কোন দলে জায়গা পায় তা নিয়ে কৌতুহল ছিল বাংলার ক্রিকেট প্রেমিদের।
advertisement
3/6
দিল্লি অভিষেক পোড়েলকে রিটেন করার পর বাংলার ক্রিকেটারদের নিয়ে আশা বেড়ে গিয়েছিল। অবশেষে নিলামের মঞ্চেও ঘটল তেমনটাই। দুই বঙ্গ ক্রিকেটারের জন্য উঠল টাকার ঝড়।
advertisement
4/6
কথা হচ্ছে আকাশ দীপ ও মুকেশ কুমারের। ভিন্ন ফরম্যাট হলেও বাংলার দুই পেসারের ভারতীয় দলের হয়ে অভিষেক হয়ে গিয়ছে। আইপিএলও খেলেছেন দুজন। তবে এবার পেলেন মন খুশি করা দাম।
advertisement
5/6
আকাশ দীপকে নিয়ে দীর্ঘ লড়াই চলে পাঞ্জাব ও লখনউয়ের। বাংলার পেসার আকাশ দীপের জন্য দর উঠল ৮ কোটি। তাঁকে কিনে নিল লখনউ সুপার জায়ান্টস।
advertisement
6/6
৮ কোটি টাকায় দিল্লিতেই থাকলেন মুকেশ কুমার। পঞ্জব কিংস প্রথমে বিড জিতলেও দিল্লি ক্যাপিটালস আরটিএম ব্যবহার করে। পঞ্জাব দর দেয় ৮ কোটি। তাতে রাজি হয়ে যায় দিল্লি।