KKR vs SRH: ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরি, হেডের মারকাটারি ব্যাটিং, কেকেআরকে ২৭৯ টার্গেট দিল হায়দরাবাদ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 KKR vs SRH: মরশুমের শেষ ম্যাচেও কেকেআরের বোলিংয়ের দুর্দশা অব্যাহত। ঘরের মাঠে নাইটদের বোলিং অ্যাটাক নিয়ে ছেলে খেলা করল সানরাইজার্স হায়দরাবাদ।
advertisement
1/5

মরশুমের শেষ ম্যাচেও কেকেআরের বোলিংয়ের দুর্দশা অব্যাহত। ঘরের মাঠে নাইটদের বোলিং অ্যাটাক নিয়ে ছেলে খেলা করল সানরাইজার্স হায়দরাবাদ। ক্লাসেনের সেঞ্চুরি, হেডের তাণ্ডবে ভর করে পাহাড় প্রমাণ স্কোর করল এসআরএইচ। (Photo Courtesy- AP)
advertisement
2/5
ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় হায়দরাবাদ। ওপেনিং জুটিতে বিধ্বংসী ব্যাটিং করেন ট্রেভিস হেড ও অভিষেক শর্মা। পাওয়ার প্লেতেই দলের স্কোর ৯০ ঘরে পৌছে দেন দুজন। (Photo Courtesy- AP)
advertisement
3/5
অভিষেক শর্মা ৩২ করে আউট হলেও ট্রেভিস হেড ও হেনরিক ক্লাসেন মিলে জারি রাখেন মারকাটারি ব্যাটিং। হাফ সেঞ্চুরি পূর করেন হেড। ৪০ বলে ৭৬ রানের ইনিংস খেলে আউট হন হেড। (Photo Courtesy- AP)
advertisement
4/5
তবে রেহাই পায়নি কেকেআর বোলাররা। রুদ্রমূর্তি ধারণ করেন হেনরিক ক্লাসেন। একের পর এক চার-ছয় হাঁকান তিনি। ৩৭ বলে সেঞ্চুরি করেন ক্লাসেন। ৩৯ বলে ১০৫ করে অপরাজিত থাকেন ক্লাসেন। (Photo Courtesy- AP)
advertisement
5/5
২৯ রানের ইনিংস খেলেন ইশান কিশান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান করে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে চতুর্থ সবথেকে বড় স্কোর। এক থেকে চার সবকটি স্কোরই সানরাইজার্সের। (Photo Courtesy- AP)