IPL 2025 KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে মহানাটক! জেতা ম্যাচ ফস্কে গেল গেল রাহানেদের, লজ্জার হার কলকাতার
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2025 KKR vs PBKS: রাহানের উইকেট হারানোর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার ইনিংস। শেষ পর্যন্ত মাত্র ৯৫ রানে শেষ হয় কলকাতার ইনিংস। হারতে হল কলকাতাকে।
advertisement
1/5

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা খারাপ করেনি পঞ্জাব। প্রথম ৩ ওভারেই ৩৩ রান তুলে দেন দুই ওপেনার।
advertisement
2/5
তবে প্রিয়াংশের উইকেট পড়ার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পঞ্জাবের ইনিংস। মাত্র ১৫.৩ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব।
advertisement
3/5
পঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার প্রিয়াংশ আর্য (১২ বলে ২২) এবং ওপেনার প্রভসিমরন সিং ১৫ বলে ৩০। কলকাতার হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন হর্ষিত রানা। ২টি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন।
advertisement
4/5
কেকেআর অবশ্য ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। পরে কলকাতার ইনিংসের হাল ধরেন রাহানে এবং রঘুবংশী। ২৮ বলে ৩৭ করে আউট হন রঘুবংশী।
advertisement
5/5
কিন্তু রাহানের উইকেট হারানোর পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে কলকাতার ইনিংস। শেষ পর্যন্ত মাত্র ৯৫ রানে শেষ হয় কলকাতার ইনিংস।