সব থেকে বড় টিফো দেখল ইডেন! KKR ম্যাচে বড় চমক, মাঠে হাজির 'মোহনবাগান'
- Published by:Suman Majumder
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
টিফো শব্দটি সাধারণত জড়িয়ে থাকে ফুটবল মাঠের সঙ্গে। তবে এবার ইডেনেও দেখা গেল বিরাট আকারের টিফো। কেকেআর বনাম এলএসজি ম্যাচে।
advertisement
1/6

নিলামে ২৭ কোটি দাম উঠলেও এখনও পর্যন্ত ব্যাট হাতে চেনা ফর্মে নেই পন্থ। তবে কলকাতায় পা রেখে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এলএসজি দলের প্লেয়ার ও কর্তারা। সেখানেই নিজের জীবনের একাধিক দিক তুলে ধরার পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বড় মন্তব্য করলেন ঋষভ পন্ত। দাদার জীবনের নানা লড়াইয়ের কথা যে তিনি ভাল মতন জানেন তা অনুষ্ঠানে যোগ দিয়ে জানান পন্থ।
advertisement
2/6
গতকাল মোহনবাগান ম্যাচে মাঠে ছিলেন ঋষভ পন্থ। আর আজ মোহনবাগানের ফুটবলাররা ছিলেন ইডেনে। কেকেআর বনাম এলএসজি ম্যাচ দেখতে যান তাঁরা।
advertisement
3/6
এদিন মোহনবাগানের ফুটবলাররা আইপিএলে কেকেআর ম্যাচ জমিয়ে উপভোগ করলেন। এলএসজি অবশ্য শুরুতে ব্যাট করে কেকেআরের উপর লাগাতার চাপ বজায় রেখেছিল। তবে তাতে কেকেআর ভক্তদের সমর্থনে ভাঁঁটা পড়েনি।
advertisement
4/6
টিফো শব্দটি সাধারণত জড়িয়ে থাকে ফুটবল মাঠের সঙ্গে। তবে এবার ইডেনেও দেখা গেল বিরাট আকারের টিফো। মোহনবাগান বা ইস্টবেঙ্গল ম্যাচে প্রায়ই গ্যালারিতে দেখা যায় টিফো। তবে ইডেনে কেকেআর ম্যাচে এমন টিফো এই প্রথম।
advertisement
5/6
শাহরুখ ভক্তরা এদিন মাঠে আনেন টিফো। সেই টিফো সবার নজর কেড়ে নেয়। সাধারণত ক্রিকেট মাঠে এমন টিফো দেখা যায় না। সেই টিফো কেকেআর ও শাহরুখ খানকে কেন্দ্র করে লেখা।
advertisement
6/6
এদিন কেকেআরের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে এলএসজি ৩ উইকেটে ২৩৮ রান করে। বড় লক্ষ্যমাত্রার চাপ নিয়ে ব্যাটিং করতে নামবেন রাহানে, ডি ককরা।