Rinku Singh Slapped: রিঙ্কুকে সপাটে চড়! ভরা আইপিএলে মারাত্মক কাণ্ড, ঘটনার 'জবাব' দিল কেকেআর
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব এদিন যখন রিঙ্কুকে পর পর ২বার চড় মারলেন, তখন ক্যামেরা তাক করল তাঁদের দিকেই। আর পুরো ঘটনাটা নিয়ে কুলদীপের নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
advertisement
1/6

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখল কেকেআর। তবে ম্যাচ শেষে যে কাণ্ডটা ঘটল, তা নিয়ে এখন আইপিএল সরগরম। কেকেআরের তারকা রিঙ্কুকে মাঠেই সপাটে চড় মারলেন দিল্লির কুলদীপ যাদব। ব্যাপারটা সাদা চোখে দেখে মনে হবে, ঠাট্টার ছলে হয়েছে। তবে তা নিয়ে আইপিএল এখন সরগরম।
advertisement
2/6
দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব এদিন যখন রিঙ্কুকে পর পর ২বার চড় মারলেন, তখন ক্যামেরা তাক করল তাঁদের দিকেই। আর পুরো ঘটনাটা নিয়ে কুলদীপের নিন্দা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারণ কুলদীপ এমনটা করবেন তা যেন আশা করেননি রিঙ্কু! ফলে এমন ঘটনা ঘটার পর কেকেআর তারকা কিছুটা অবাক হয়েই ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলেন।
advertisement
3/6
মাঠের এমন অনভিপ্রেত ঘটনা নিয়ে এবার মুখ খুলেছে কেকেআর। একটি ভিডিও পোস্ট করেছে কেকেআর। আর তা দিয়েই ব্যাপারটা থেকে বিতর্ক উড়িয়ে দিয়েছে নাইট শিবির।
advertisement
4/6
রিঙ্কু-কুলদীপের ঘটনা নিয়ে কেকেআর যা দেখাল, তাতে যেন দুজনের মধ্যে ভালবাসা স্পষ্ট! সেই ভিডিওতে রয়েছে দুজনের একাধিক ছবি। অর্থাৎ কেকেআর বোঝাতে চাইছে, যা হয়েছে তা মজার ছলে।
advertisement
5/6
আইপিএলে ক্রিকেটারদের ইয়ার্কি-ঠাট্টার ভিডিও প্রায়ই দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে এমন চড় মারার ভিডিও দেখা যায়নি আইপিএলে। অনেকেই কুলদীপের সমালোচনা করছেন। কারণ, ভরা মাঠে এভাবে ইয়ার্কি একজন ক্রিকেটারের ক্ষেত্রে অসম্মানের হতে পারে, মত অনেকের। তবে কেকেআর বিষয়টিকে মোটেও আমল দিতে রাজি নয়।
advertisement
6/6
কেকেআর বোঝাতে চেয়েছে, বিষয়টি যাঁর সঙ্গে ঘটেছে, সেই রিঙ্ককু সিংও বিষয়টিকে মজার ছলেই নিয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সমালোচনা যেন শেষ হচ্ছে না! আর সেই সমালোচনার আগুনে কিছুটা জল দেওয়ার চেষ্টা করল কেকেআর।