IPL 2025 KKR vs CSK: চেন্নাইয়ে সিংহ শিকার কলকাতার! অধিনায়কত্বে ফেরাটা সুখের হল না ধোনির! লজ্জাজনক হার সিএসকের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
IPL 2025 KKR vs CSK: অধিনায়কত্বে ফেরাটা সুখের হল না ধোনির, শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। ব্যাটে-বলে কলকাতার সামনে দাঁড়াতেই পারেনি চেন্নাই।
advertisement
1/5

কলকাতার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে চেন্নাই। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৩ রান তোলে চেন্নাই।
advertisement
2/5
একটা সময়ে মনে হচ্ছিল ১০০ পেরোতে পারবে না চেন্নাই। ধোনিদের হয়ে সর্বোচ্চ ২৯ বলে ৩১ করেন দুবে, বিজয় শঙ্কর করেন ২১ বলে ২৯।
advertisement
3/5
কলকাতার হয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন নারিন। দুটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা।
advertisement
4/5
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিল কলকাতা। বলে দাপট দেখানোর পরে ব্যাটেও ১৮ বলে ৪৪ করেন নারিন।
advertisement
5/5
ডিকক করেন ১৬ বলে ২৩ রান। ধোনিদের সামনে মাত্র ১০.১ ওভারেই নির্ধারিত রান তুলে দেয় কলকাতা। বড় জয়ের ফলে লিগ টেবিলে ৩ নম্বরে উঠে এল কলকাতা।