IPL 2025: আইপিএলে তার প্রতি রানের দাম ১৬ লক্ষ ৭২ হাজার ৫৩৫ টাকা! কে বলুন তো সেই ক্রিকেটার?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 His cost per run in the IPL is around 17 lakh rupees: এবার আইপিএলে এমন একজন প্লেয়ার রয়েছে যার প্রতি রানের মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। শুনে অবাক হলেও এই কথা সত্যি। যদি আরও একটু ভেঙে বলি সেই ক্রিকেটারের প্রতি ১ রানের দর ১৬ লক্ষ ৭২ হাজার, ৫৩৫ টাকা, ২১ পয়সা।
advertisement
1/6

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে অনেকেই বলে থাকেন 'ইন্ডিয়ান পয়সা লিগ'। যত দিন এগোচ্ছে নিলামে যেভাবে একের পর এক রেকর্ড হচ্ছে প্লেয়ারদের দর দেওয়ার ক্ষেত্রে, তা আগামী দিনে কোথায় গিয়ে থামবে জানা নেই।
advertisement
2/6
তবে এবার আইপিএলে এমন একজন প্লেয়ার রয়েছে যার প্রতি রানের মূল্য প্রায় ১৭ লক্ষ টাকা। শুনে অবাক হলেও এই কথা সত্যি। যদি আরও একটু ভেঙে বলি সেই ক্রিকেটারের প্রতি ১ রানের দর ১৬ লক্ষ ৭২ হাজার, ৫৩৫ টাকা, ২১ পয়সা।
advertisement
3/6
ভাবছেন কে সেই ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। আইপিএল মেগা নিলামে ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কেকেআর। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল তাকেই করা হবে অধিনায়ক।
advertisement
4/6
কিন্তু আদতে তা হয়নি। অভিজ্ঞতার অভাবের কারণে মাত্র দেড় কোটি টাকা দিয়ে কেনা অজিঙ্কে রাহানের কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দেয় কলকাতা নাইট রাইডার্স। অধিনায়কত্ব না পেলেও সহ অধিনায়ক করা হয় তাকে।
advertisement
5/6
ভেঙ্কটেশ আইয়ারের উপর অনেক প্রত্যাশা ছিল কেকেআর ফ্যানেদের। তা পূরণ করতে পারেনি আইয়ার। গোটা মরশুমে ১১টি ম্যাচ কেলে করেছেন মাত্র ১৪২ রান। শেষ ৩টি ম্যাচ দলের বাইরেই থাকতে হয় তাঁকে।
advertisement
6/6
এবার ১৪২ রানকে যদি তার পাওয়া ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে ভাগ করা হয় তাহলেই দেখা যাবে ভেঙ্কটেশ আইয়ারের প্রতি রানের দাম প্রায় ১৭ লক্ষ টাকা। এমন ফ্লপ পারফরম্যান্সের পর আগামী বছর তাঁকে রাখা হবে কিনা তা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।