TRENDING:

IPL-এ জায়গা হয়নি, তাই পাকিস্তানেই পাড়ি ! PSL-এ খেলতে দেখা যাবে মেগা নিলামে ‘আনসোল্ড’ এই ৫ ক্রিকেটারকে

Last Updated:
PSL vs IPL: ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগের দশম সিজন। এই টি২০ লিগের ঝলমলে ট্রফির জন্য বাইশ গজের লড়াই লড়বে ৬টি দল। আর পিএসএল-এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। এই পরিস্থিতিতে আইপিএল এবং পিএসএল-এর এক অদ্ভুত যোগের কথা শুনে নেওয়া যাক।
advertisement
1/6
IPL-এ জায়গা হয়নি, তাই পাকিস্তানেই পাড়ি! PSL-এ খেলতে দেখা যাবে মেগা নিলামে এই ‘Unsold’-দের
ভারতে আপাতত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল ২০২৫) নিয়ে উন্মাদনা তুঙ্গে। অন্য দিকে আবার পড়শি দেশ পাকিস্তানেও বেজে গিয়েছে পিএসএল ২০২৫-এর দামামা। ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে পাকিস্তান সুপার লিগের দশম সিজন। এই টি২০ লিগের ঝলমলে ট্রফির জন্য বাইশ গজের লড়াই লড়বে ৬টি দল। আর পিএসএল-এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। এই পরিস্থিতিতে আইপিএল এবং পিএসএল-এর এক অদ্ভুত যোগের কথা শুনে নেওয়া যাক। আসলে এমন পাঁচ জন খেলোয়াড় রয়েছেন, যাঁরা আইপিএল নিলামে আনসোল্ড ছিলেন। তবে তারপরে অবশ্য তাঁরা যোগ দিয়েছেন পাকিস্তান সুপার লিগে। (Photo: X)
advertisement
2/6
মহম্মদ নবি (Mohammad Nabi): আফগানিস্তানের অন্যতম দক্ষ ক্রিকেটার। দীর্ঘ সময় ধরে আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শুধু তা-ই নয়, কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন। কিন্তু আইপিএল ২০২৫ নিলামে একটাও বিড পাননি। তাঁর বেস প্রাইস ছিল দেড় কোটি টাকা। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে মাঠে নামবেন। (PTI Photo)
advertisement
3/6
রেসি ভ্যান ডার ড্যুসেন (Rassie Van Der Dussen): আইপিএল ২০২২-এ রাজস্থান রয়্যালসের অংশ ছিলেন দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার। কিন্তু আইপিএল-এ বিশেষ কিছুই করে উঠতে পারেননি। সেই কারণে ওই ফ্র্যাঞ্চাইজি থেকে রিলিজ করে দেওয়া হয় তাঁকে। বিগত তিন মরশুম ধরে আইপিএল-এ ঠাঁই হয়নি রেসির। আইপিএল ২০২৫-এর নিলামে আনসোল্ড থাকার পর পিএসএল ২০২৫-এ সুযোগ পেয়েছেন। তাঁকে কিনেছে ইসলামাবাদ ইউনাইটেড। (Photo: X)
advertisement
4/6
সিকন্দর রাজা (Sikandar Raja): জিম্বাবোয়ের অল-রাউন্ডার তারকা ক্রিকেটার সিকন্দর রাজা আইপিএল ২০২৩ এবং ২০২৪-এ পঞ্জাব কিংসের হয়ে ভালই পারফর্ম করেছেন। যদিও মেগা নিলামের আগেই ওই ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিলিজ করে দেয়। এরপরে নিলামে আনসোল্ডই রয়ে গিয়েছেন সিকন্দর। ২০২৫-এর পিএসএল-এ লাহৌর কলন্দর্সের হয়ে খেলবেন তিনি। (Photo: PTI)
advertisement
5/6
আলজারি জোসেফ (Alzarri Joseph): আইপিএল ২০২৪-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অল-রাউন্ডার আলজারি জোসেফ। ২০১৯ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন। তবে ২০২২ এবং ২০২৩ সালে গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন তিনি। কিন্তু মেগা নিলামে কোনও দলই তাঁকে কেনেনি। আইপিএল-এ আনসোল্ড থাকায় তিনি যোগ দিয়েছেন পিএসএল-এ। পেশাওয়ার জলমি দলের হয়ে মাঠে নামবেন তিনি। (File Photo: Mumbai Indians)
advertisement
6/6
ডেভিড ওয়ার্নার (David Warner): এই তালিকায় সবথেকে বড় নাম হল ডেভিড ওয়ার্নার। পিএসএল-এ করাচি কিংসের অধিনায়কের ভূমিকায় অবতীর্ণ হবেন একদা অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ওয়ার্নার। আইপিএল-এ অবশ্য তাঁর জন্যই চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল ২০২৫-এর মেগা নিলামে তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। তবে আনসোল্ডই রয়ে গিয়েছিলেন তিনি। (Photo: AFP)
বাংলা খবর/ছবি/খেলা/
IPL-এ জায়গা হয়নি, তাই পাকিস্তানেই পাড়ি ! PSL-এ খেলতে দেখা যাবে মেগা নিলামে ‘আনসোল্ড’ এই ৫ ক্রিকেটারকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল