TRENDING:

IPL ফাইনাল আজ, দেখবেন তো? বৃষ্টিতে যদি ম্যাচ বাতিল হয়ে যায়, কে চ্যাম্পিয়ন?

Last Updated:
IPL 2025 Final- আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে। অর্থাৎ আজ বৃষ্টি হলে ম্যাচ বুধবার হবে। সেদিনও বৃষ্টি হলে চ্যাম্পিয়ন হবে পঞ্জাব কিংস।
advertisement
1/6
IPL ফাইনাল আজ, দেখবেন তো? বৃষ্টিতে যদি ম্যাচ বাতিল হয়ে যায়, কে চ্যাম্পিয়ন?
লিগ পর্বের ৭০টা ম্যাচ। তা পর প্লে-অফের তিনটে। অবশেষে দুজন ফাইনালিস্ট আইপিএলের। আর এবার তো নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে আইপিএল।
advertisement
2/6
ফাইনাল ম্যাচ আজ। আইপিএল ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। মুখোমুখি পাঞ্জাব-আরসিবি। দুটি দলের কেউই এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। জানা যাচ্ছে, আজ ভোগাতে পারে বৃষ্টি। এর আগে মুম্বই-পঞ্জাব ম্যাচেও বৃষ্টি হয়েছিল। ম্যাচ শুরু হয় ২ ঘণ্টা ১৫ মিনিট পর।
advertisement
3/6
এখন প্রশ্ন হল, আজ যদি বৃষ্টিতে ফাইনাল ম্যাচ বাতিল হয়ে যায়, তা হলে কোন দলকে চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হবে! আইপিএলের নিয়ম জেনে নেওয়া যাক।
advertisement
4/6
আইপিএল ফাইনাল ও একটি কোয়ালিফায়ার হওয়ার কথা ছিল ইডেনে। তবে দুটি ম্যাচের ভেনু পরিবর্তন করে বোর্ড। জানানাে হয়, এই সময় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, আগের ম্যাচে বৃষ্টি হল আহমেদাবাদে। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচ বৃষ্টির জন্য ২ ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে যায়।
advertisement
5/6
এদিকে জানা যাচ্ছে, মঙ্গলবার আহমেদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে তাপমাত্রা নামতে পারে ২৭ ডিগ্রিতে। মেঘলা আকাশ থাকতে পারে। আহমেদাবাদের আবহাওয়া বিভাগের প্রধান অরুণকুমার দাসানে বলেন, “মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এখানে। আকাশ মূলত মেঘলাই থাকবে।”
advertisement
6/6
আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে আছে। অর্থাৎ আজ বৃষ্টি হলে ম্যাচ বুধবার হবে। ২০২৩ সালের ফাইনালে হয়েছিল এভাবেই। বুধবারও যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে লিগ টেবিলে যে দল আগে শেষ করেছিল, তারাই চ্যাম্পিয়ন হবে। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল শ্রেয়স আইয়ারের পঞ্জাব। একই সংখ্যক পয়েন্ট নিয়েও নেট রানরেটের কারণে দ্বিতীয় স্থানে ছিল আরসিবি। অর্থাৎ বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে চ্যাম্পিয়ন হবে পঞ্জাব কিংস।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL ফাইনাল আজ, দেখবেন তো? বৃষ্টিতে যদি ম্যাচ বাতিল হয়ে যায়, কে চ্যাম্পিয়ন?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল