IPL 2024: বলুন তো, ক্রিকেটে প্রথম ছয় কে মেরেছিল? উত্তর দিতে ব্যর্থ ৯৯ শতাংশ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 Who hit the first six in International cricket: টি-২০ ক্রিকেটের যুগে চার-ছক্কার জোয়ারে গা ভাসালেও ক্রিকেটের অনেক তথ্যই রয়েছে যা এখনও অনেকের অজানা।
advertisement
1/12

বর্তমানে আইপিএল জ্বরে কাবু ক্রিকেট দুনিয়া। টি-২০ ক্রিকেটের যুগে চার-ছক্কার জোয়ারে গা ভাসালেও ক্রিকেটের অনেক তথ্যই রয়েছে যা এখনও অনেকের অজানা।
advertisement
2/12
ঠিক তেমনই একটি প্রশ্ন তুল ধরা হয়েছে এই প্রতিবেদনে। বলুন তো, ক্রিকেট ইতিহাসে প্রথম ছয়টি কে মেরেছিল? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই।
advertisement
3/12
প্রায় ১৫০ বছরের কাছাকাছি হতে চলল টেস্ট ক্রিকেটের ইতিহাসের। তথ্য অনুযায়ী ১৮৭৭ সালে হয়েছিল ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ।
advertisement
4/12
তারপর দশকের পর দশক নানা পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছে ক্রিকেট। টেস্ট, ওডিআই-এর পর বর্তমানে টি-২০ ক্রিকেটের যুগ। ক্রিকেটের ইতিহাসও কম নয়।
advertisement
5/12
তবে ক্রিকেটের ইতিহাসে এমন অনেক কিছুই রয়েছে যা অনেকের অজানা। তার মধ্যে অন্যতম হল টেস্ট ক্রিকেটের প্রথম ছয় কবে হয়েছিল? কে মেরেছিল সেই ছক্কা।
advertisement
6/12
প্রথমত একটি বিষয় জানলে সকলেই অবাক হবেন যে টেস্ট ক্রিকেটে প্রথম আন্তর্জাতিক ম্যাচের পর প্রথম ছয় হতে সময় লেগেছিল ২১ বছর। অবাক লাগলেও এটাই সত্যি।
advertisement
7/12
প্রথম টেস্ট খেলার প্রায় ২১ বছর পর ১৮৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ছক্কা মেরেছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জো ডার্লিং। যা চিরকাল ইতিহাসের পাতায় থেকে যাবে।
advertisement
8/12
প্রথম ছক্কা দেখতে টেস্ট ক্রিকেটকে ৫৫তম টেস্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, এর কারণ ছক্কা মারতে তখন বল মাঠের বাইরে পাঠাতে হত। শুধু বাউন্ডারি পার করলে ছয় হত না।
advertisement
9/12
১৮৯৮ সালে অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ছক্কাটি নেরেছিলেন জো ডার্লিং। সেই সময়েক নিয়ম অনুযায়ী তাঁকে বল পাঠাতে হয়েছিল স্টেডিয়ামের বাইরে। ওই ইনিংসে আরও দুটি ছয় মেরেছিলেন তিনি।
advertisement
10/12
টেস্ট ক্রিকেটে প্রথম ছক্কা মারার কারণেই শুধু নয়, অন্য কারণেও ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন জো ডার্লিং। টেস্টে সেঞ্চুরি করা প্রথম বাঁহাতি ব্যাটসম্যান তিনি।
advertisement
11/12
এছাড়াও এক সিরিজে ৩টি সেঞ্চুরি করার প্রথম কীর্তিও রয়েছে জো ডার্লিংয়ের দখলে। এছাড়া আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে তিনিই প্রথম এ সিরিজে ৫০০-র বেশি রান করা ব্যাটার।
advertisement
12/12
৩৪ টেস্টে ২৮.৫৬ গড়ে ১৬৫৭ রান রয়েছে জো ডার্লিংয়ের। এছাড়া ২১ ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন হেরেছেন মাত্র ৪টিতে। তিনটি অ্যাশেজ জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।