T20 World Cup 2024: অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে ফিরছেন কেকেআর তারকা! দলে চাইছেন খোদ অধিনায়ক
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2024: আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতনই প্রতিটি দলের ক্রিকেট বোর্ড নজর রেখেছে আইপিএলের উপর। টি-২০ বিশ্বকাপে কোন দেশ কেমন দল পাঠাতে পারে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
advertisement
1/5

আইপিএলের পরই রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট বোর্ডের মতনই প্রতিটি দলের ক্রিকেট বোর্ড নজর রেখেছে আইপিএলের উপর। টি-২০ বিশ্বকাপে কোন দেশ কেমন দল পাঠাতে পারে তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।
advertisement
2/5
কেকেআর দলের তারকা স্পিনার সুনীল নারিন অবসর ভেঙে টি-২০ বিশ্বকাপে জাতীয় দলে ফিরবেন কিনা তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। কারণ বর্তমান ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দলের অধিনায়ক রভম্যান পাওয়েল চাইছেন নারিন ফিরুক দলে।
advertisement
3/5
এবার আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন সুনীল নারিন। শুধু বল হাতে নয়, ব্যাটিংয়েও নিজের কামাল দেখাচ্ছেন কেকেআর তারকা। ৬ ম্যাচে ২৭৬ রান করেছেন নারিন। স্ট্রাইক রেট ১৮৭.৭৫। এছাড়া বোলিংয়ে নিয়েছেন ৭ উইকেট।
advertisement
4/5
রভম্যান পাওয়েল বলেছেন,"গত এক বছরের বেশি সময় ধরে নারাইনের সঙ্গে কথা বলছি বিশ্বকাপের দলে ফেরার জন্য। তবে নারিন কোনও পতিক্রিয়া দেননি। ও যেই ফর্মে রয়েছে আমি চাই ও জাতীয় দলে ফিরুক। আশা করব আমাদের বোর্ড টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার আগে নারিনের সঙ্গে কথা বলবে।"
advertisement
5/5
প্রসঙ্গত, গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সুনীল নারিন। শেষ দেশের হয়ে খেলেছেন ২০১৯ সালে। এখনও পর্যন্ত নারিনের অবসরের ভাঙার কোনও পরিকল্পনা নেই। তবে অধিনায়ক আবদার ও বোর্ড যদি বলে তাহলে শেষ পর্যন্ত কোনও চমত নারিন দেন কিনা সেটাই দেখার।