TRENDING:

IPL 2024: ২২ গজে রাজত্ব করা কাকে বলে, আইপিএলে বুঝিয়ে দিয়েছেন এই ব্যাটাররা

Last Updated:
IPL 2024: ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৭তম মরসুম। ফের একবার হাড্ডাহাড্ডি টি-২০ ক্রিকেটের আনন্দে মাততে প্রস্তুত গোটা দেশ থেকে বিশ্ব। তার আগে দেখে নিন প্রতিযোগিতার ইতিহাসে রাজত্ব করেছে কোন ব্যাটাররা।
advertisement
1/6
IPL 2024: ২২ গজে রাজত্ব করা কাকে বলে, আইপিএলে বুঝিয়ে দিয়েছেন এই ব্যাটাররা
২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের ১৭তম মরসুম। ফের একবার হাড্ডাহাড্ডি টি-২০ ক্রিকেটের আনন্দে মাততে প্রস্তুত গোটা দেশ থেকে বিশ্ব। তার আগে দেখে নিন প্রতিযোগিতার ইতিহাসে রাজত্ব করেছে কোন ব্যাটাররা।
advertisement
2/6
আইপএলের সর্বাধিক রান স্কোরারদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন আরসিবির মহাতারকা বিরাট কোহলি। এখনও পর্যন্ত ২৩৭ ম্যাচে ৩৭.২৫ গড়ে ৭২৬৩ রান করেছেন প্রাক্তন আরসিবি তারকা। স্ট্রাইক রেট ১৩০.০২। সর্বাধিক স্কোর ১১৩। শতরান ৭টি। অর্ধশতরান ৫০টি।
advertisement
3/6
সর্বোচ্চ স্কোরারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধওয়ান। ২১৭টি ম্যাচে 'গব্বর' শিখরের সংগ্রহ ৬৬১৭ রান। গড় ৩৫.৩৯, স্ট্রাইক রেট ১২৭.১৮। এখনও পর্যন্ত আইপিএল-এ শিখরের সর্বাধিক রান অপরাজিত ১০৬। শতরান ২টি। অর্ধশতরান ৫০টি।
advertisement
4/6
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার বর্তমানে দিল্লি ক্যাপিটালস তারকা ডেভিড ওয়ার্নার। ১৭৬টি ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৬৩৯৭ রান। সর্বাধিক স্কোর ১২৬। গড় ৪১.৫৪। স্ট্রাইক রেট ১৩৯.৯২। শতরান ৪টি, অর্ধশতরান ৬০টি।
advertisement
5/6
মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। আইপিএল-এ এখনও পর্যন্ত ২৪৩ ম্যাচে রোহিত ৬২১১ রান করেছেন। সর্বাধিক রান অপরাজিত ১০৯। গড় ২৯.৫৮। স্ট্রাইক রেট ১৩০.০৫। শতরান ১টি, অর্ধশতরান ৪২টি।
advertisement
6/6
তালিকায় ৫ নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তন তারকা ব্যাটার কিংস রায়না। ২০৫ ম্যাচে রায়নার মোট সংগ্রহ ৫৫২৮ রান। সর্বাধিক স্কোর অপরাজিত ১০০। গড় ৩২.৫১। স্ট্রাইক রেট ১৩৬.৭৬। শতরান একটি ও অর্ধশত রান ৩৯টি।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024: ২২ গজে রাজত্ব করা কাকে বলে, আইপিএলে বুঝিয়ে দিয়েছেন এই ব্যাটাররা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল