Rishabh Pant in IPL 2024: অধিনায়কত্ব করবেন পন্থই! আইপিএলের আগে মেগা সুখবর এই ক্যাম্পে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Rishabh Pant in IPL 2024: আইপিএলে দিল্লি ক্যাপিটাল্সের মেগা খবর...
advertisement
1/5

কবে মাঠে ফিরবেন ঋষভ পন্থ ? তিনি কি এবারের আইপিএল খেলবেন নাকি… এমন সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে। ঋষভ পন্থের ফ্যানরা খুশি হওয়ার সময়, কারণ তাঁদের প্রিয় খেলোয়াড় আইপিএলে (আইপিএল ২০২৪) ফিরে আসতে চলেছে। শুধু ফেরা নয়, দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়কত্বও করবেন তিনি। ২২ মার্চ থেকে শুরু হবে IPL 2024।
advertisement
2/5
২৬ বছর বয়সী ঋষভ পন্থ প্রায় ১৫ মাস পর মাঠে ফিরতে প্রস্তুত। দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দাল ক্রিকইনফোকে এই তথ্য দিয়েছে। জিন্দাল বলেছেন যে দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রধান কোচ রিকি পন্টিং আত্মবিশ্বাসী যে পন্থ আইপিএলে ফিরে আসবেন। তবে এর জন্য বিসিসিআইয়ের ফিটনেস ক্লিয়ারেন্স লাগবে।
advertisement
3/5
পার্থ জিন্দাল বলেন, ‘‘ঋষভ ব্যাটিং করছেন। উইকেটকিপিং শুরু করেছেন। আইপিএল শুরু হওয়ার সময় তিনি পুরোপুরি ফিট হতে পারেন। আশা করা হচ্ছে প্রথম ম্যাচ থেকেই তিনি দলের অধিনায়কত্ব করবেন।’’ দিল্লি ক্যাপিটালস প্রথম সাত ম্যাচে ব্যাটসম্যান হিসেবে পন্থকে নামাতে পারে৷ ইর্থাৎ সেক্ষেত্রে তাঁকে দিয়ে উইকেটকিপিং নাও করানো হতে পারে৷ এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে তিনি পুরো ম্যাচ খেলবেন কি না।
advertisement
4/5
দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা দক্ষিণ আফ্রিকার বোলার এনরিক নোর্ৎজে এই মুহূর্তে আনফিট। তবে জিন্দাল আশাবাদী যে নোর্ৎজে দলের প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যাবেন।
advertisement
5/5
দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচ ২৩ মার্চ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ তার শক্তি। ওপেনার হিসেবে ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ এবং মিডল অর্ডারে ক্যাপ্টেন পন্থ ছাড়াও তার আছে শাই হোপ, হ্যারি ব্রুক, মিচেল মার্শ, ট্রিস্টান স্টাবসরাও রয়েছেন। জিন্দাল নিজের সাক্ষাৎকারে বলেছেন, ‘‘হ্যারি ব্রুককে ছয় নম্বরে ব্যবহার করা যেতে পারে। হ্যারি ব্রুক একজন হার্ড হিটার এবং শেষ ওভারে ভালো পারফর্ম করে দলকে বড় স্কোর করতে বা লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে।’’