Travis Head: আরসিবির বিরুদ্ধে বিধ্বংসী শতরান ট্রেভিস হেডের, নাম তুললেন ইতিহাসের পাতায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 RCB vs SRH Travis Head Scored 4th Fastest Century in IPL History: আইপিএলের নিজের স্বপ্নের ফর্ম রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিরুদ্ধেও জারি রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রেভিস হেড। আরসিবির বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা।
advertisement
1/5

আইপিএলের নিজের স্বপ্নের ফর্ম রয়্যাল চ্যালেঞ্জার্সের বেঙ্গালুরুর বিরুদ্ধেও জারি রাখলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্রেভিস হেড। (Photo Courtesy- IPL X)
advertisement
2/5
আরসিবির বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করলেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৩৯ বলে নিজের শতরান পূরণ করেন বাঁ হাতি তারকা ব্যাটার। (Photo Courtesy- IPL X)
advertisement
3/5
আইপিএলের ইতিহাসে চতুর্থ দ্রুততম শতরান করার রেকর্ডও নিজের নামে করলেন ট্রেভিস হেড। তাঁর গড়া ভিতেই পাহাড় প্রমাণ স্কোর করে এসআরএইচ। (Photo Courtesy- IPL X)
advertisement
4/5
ইনিংসের শুরু থেকেই মারকাটারি ব্যাটিং করেন ট্রেভিস হেড। ২০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন। অভিষেক শর্মার সঙ্গে ১০৮ রানের ঝোড়ো পার্টনারশিপ গড়েন। (Photo Courtesy- IPL X)
advertisement
5/5
শেষ পর্যন্ত ৪১ বলে ১০২ রান করে আউট সানরাইজার্স হায়দরাবাদ তারকা। ৯টি চার ও ৮টি ছয়ে সাজানো ট্রেভিস হেডের এই স্মরণীয় ইনিংস। (Photo Courtesy- IPL X)