T20 World Cup 2024: 'কোহলিকে যেন টি-২০ বিশ্বকাপের দলে না নেওয়া হয়', বড় মন্তব্য খোদ দলের সতীর্থের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli: আইপিএলের মাঝেই টি-২০ বিশ্বকাপ ও বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন তাঁরই দলের সতীর্থ। বললেন,'বিরাট কোহলিকে যেন টি-২০ বিশ্বকাপের দলে না নেওয়া হয়।'
advertisement
1/6

২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া।
advertisement
2/6
আসন্ন টি-২০ বিশ্বকাপের দলে বিরাট কোহলি কি আদৌ সুযোগ পাবেন? এই বিষয় নিয়ে চলছে নানা জল্পনা। কারণ সম্প্রতি টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই।
advertisement
3/6
তবে এবার আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। সমালোচকদের যাবতীয় জবাব ব্যাটে দিয়েছেন বিরাট। একটি শতরানও করেছেন এবারের আইপিএলে। আরসিবি ভাল ফর্মে না থাকলেও বিরাট প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি রান করে ফেলেছেন কোহলি।
advertisement
4/6
এবার আইপিএলের মাঝেই টি-২০ বিশ্বকাপ ও বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন তাঁরই দলের সতীর্থ। বিরাট কোহলিকে যেন টি-২০ বিশ্বকাপের দলে না নেওয়া হয়। এমন মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন কোহলির সতীর্থ।
advertisement
5/6
আসলে আরসিবি দলে কোহলির সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল এওই মন্তব্য করেছেন। তিনি বলেছেন,'আমি যাদের বিরুদ্ধে খেলেছি তাদের মধ্য়ে বিরাট সবচেয়ে আলাদা। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে, বিরাট মোহালিতে, আমাদের বিরুদ্ধে যে ইনিংস খেলেছিল তা এখনও পর্যন্ত আমার বিরুদ্ধে খেলা কারোর সেরা ইনিংস। ম্য়াচ জেতার জন্য় কী করণীয়, সে ব্য়াপারে বিরাটে সচেতনতা অসাধারণ।"
advertisement
6/6
এরপরই আরসিবির অজি তারকা বলেন,"আমি আশা করব টি-২০ বিশ্বকাপে যেন বিরাট কোহলিকে না নেয় ভারতীয় দল। ওর বিরুদ্ধে না খেলতে পারাটাই সবথেকে দারুণ ব্যাপার হবে।ঠ আসলে পুরোটাই মজার ছলে ও বিরাটকে কৃতিত্ব দিতে গিয়ে বলেছেন ম্যাক্সি।