TRENDING:

Cricketer Love Story: যেমন সুন্দরী গার্লফ্রেন্ড, তেমনিই ঝকঝকে নতুন ১৭ কোটি টাকার ফ্ল্যাট, দিল্লির ছেলে বাড়ি কিনলেন মুম্বইতে!

Last Updated:
Cricketer Love Story: পৃথ্বী যেখানে তার অ্যাপার্টমেন্ট নিয়েছেন, সেটি একটি হাইরাইজ বিল্ডিং।
advertisement
1/8
সুন্দরী গার্লফ্রেন্ড, ঝকঝকে নতুন ১৭ কোটি ফ্ল্যাট, দিল্লির ছেলের মুম্বইতে বাড়ি
ভারতীয় দলের জার্সিতে ক্রিকেট খেলা এবং আইপিএলে খেলা ক্রিকেটাররা এত সহজে এত টাকা রোজগার করেন যে স্বপ্নপূরণ হয় জাস্ট এক চুটকিতেই৷   অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক এবং দিল্লি ক্যাপিটাল্সের পৃথ্বী শ স্বপ্নের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ করেছেন। তবে মুম্বইয়ের অভিনেত্রী গার্লফ্রেন্ডের কথা ভেবেই বোধহয় দিল্লির ছেলে ফ্ল্যাট কিনলেন মুম্বইয়ের বান্দ্রায়৷
advertisement
2/8
এই মুহূর্তে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পৃথ্বী শ-  তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের ১৬.৫ কোটি টাকায় কেনা বিলাসবহুল  ভিতরের ফটো শেয়ার করেছেন।
advertisement
3/8
তাঁর বিলাসবহুল বাড়িতে দেওয়া প্রতিটি আধুনিক এবং ট্রেন্ডি সাজসজ্জার ঘরের ফটো দেখা যায়। অ্যাপার্টমেন্টেটি  দামি ঝাড়বাতি, লাইট, সোফাসেট এবং পুল দিয়ে ঠাসা৷ স্পষ্টই বোঝা যায় যে এই ক্রিকেটার তাঁর  বাড়িতে বিলাসিতা থেকে আরামে পরিপূর্ণ করে ফেলেছেন৷
advertisement
4/8
পৃথ্বী যেখানে তার অ্যাপার্টমেন্ট নিয়েছেন, সেটি একটি হাইরাইজ বিল্ডিং। তাঁর এই ফটো থেকে বোঝা যাচ্ছে সুন্দরী গার্লফ্রেন্ড নিধি তাপাডিয়ার কাছাকাছি থাকার জন্যেই এই বাড়িটি সম্ভবত কিনেছেন৷
advertisement
5/8
পৃথ্বীর অ্যাপার্টমেন্টটি সাজানো দারুণ  সব ছবিগুলি দিয়ে৷ ক্রিকেটারের বাড়ির ছাদ সাজানো রয়েছে ফলস সিলিং এবং তাতে লাগানো রয়েছে প্রোফাইল লাইট। পাশের দেয়ালে এলইডি লাইট এবং উপরের দেওয়ালে একটি ঝাড়বাতিও বসানো হয়েছে।
advertisement
6/8
পৃথ্বীর বাড়ির বসার জায়গায় সাদা টেক্সচারযুক্ত কালো মার্বেল বসানো হয়েছে। দেওয়ালে উঁচু সিলিং কালো তাক এবং ক্যাবিনেট রয়েছে। ঘরটিকে আরও সুন্দর করতে ব্যবহার করা হয়েছে স্টাইলিশ ল্যাম্প, ফুলদানি ও মোমবাতি স্ট্যান্ড।
advertisement
7/8
কালো মার্বেল মেঝেতে ধূসর রঙের  ফ্লোর বিছিয়ে দেওয়া হয়েছে। এর উপরে গ্রে এবং ব্রাউন টোনের বিছানা বসানো হয়েছে। ঘরে গোলাপি ও সবুজ রঙের সোফাও রয়েছে। বিভিন্ন রং একসঙ্গে দিয়ে দেওয়ায় পুরো বসার ঘরে একেবারে নতুন এক্সপিরিয়েন্স দিচ্ছে৷
advertisement
8/8
ব্যালকনিতে বিশেষ সৌন্দর্য্য দিতে এর মেঝে ও ছাদে কাঠের কাজ করা হয়েছে। এর পাশে গাছপালা রাখা হয়েছে। লিভিং এবং ব্যালকনি স্পেস সংযোগকারী দরজায় স্লাইডিং গ্লাস লাগানো হয়েছে। পর্দাগুলি হালকা  রঙের কাপড়  রাখা হয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Cricketer Love Story: যেমন সুন্দরী গার্লফ্রেন্ড, তেমনিই ঝকঝকে নতুন ১৭ কোটি টাকার ফ্ল্যাট, দিল্লির ছেলে বাড়ি কিনলেন মুম্বইতে!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল