TRENDING:

IPL 2024: এবার নইলে নেভার! আইপিএলে ধামাকা কিছু না করলে দেশের জার্সিতে খেলার স্বপ্ন খতম এই ক্রিকেটারদের

Last Updated:
IPL 2024: বেশ কিছু তারকা ক্রিকেটারদের নাম এবার বিসিসিআই নিজেদের তালিকায় রাখেনি৷ ফলে এ বছর ভাল পারফর্ম করে টিম ইন্ডিয়াতে নিজের জায়গা ফিরে পেতে চান যাঁরা তাঁদের মধ্যে একাধিক বড় নাম।
advertisement
1/6
এবার নইলে নেভার! IPLএ ধামাকা কিছু না করলে দেশের জার্সিতে খেলার স্বপ্ন খতম এঁদের
: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হবে ২২ মার্চ থেকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ খেলা হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এবারের আইপিএল মরশুম কিছু ভারতীয় ক্রিকেটারদের জন্য আইপিএল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।
advertisement
2/6
বেশ কিছু তারকা ক্রিকেটারদের নাম এবার বিসিসিআই নিজেদের তালিকায় রাখেনি৷ ফলে এ বছর ভাল পারফর্ম করে টিম ইন্ডিয়াতে নিজের জায়গা ফিরে পেতে চান যাঁরা তাঁদের মধ্যে একাধিক বড় নাম।
advertisement
3/6
পৃথ্বী শপৃথ্বী শ  জাতীয় দলের জার্সি গায়ে  তিনটি ফরম্যাটেই খেলেছেন। তিনি ১৭ ডিসেম্বর ২০২০তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছিলেন।  ওডিআই ম্যাচটি ৫ ফেব্রুয়ারি ২০২০ তারিখে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়েছিল। পৃথ্বী ২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। এরপর টিম ইন্ডিয়াতে জায়গা পাননি তিনি। আইপিএল ২০২৪-এ পারফরম্যান্স দিয়েই নিজের জাতীয় দলে ফেরা নিশ্চিত করতে পারেন তিনি৷
advertisement
4/6
দীপক চাহারফাস্ট বোলার দীপক চাহার ৭ ডিসেম্বর ২০২২-এ শেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছিলেন। ১ ডিসেম্বর ২০২৩-এ  অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছিল। এরপর থেকে ভারতীয় দলের জার্সিতে আর জায়গা করে উঠতে পারেননি এই পেসার। আইপিএলে খেলেই ফের একবার  টিম ইন্ডিয়াতে কামব্যাক করতে চান চাহার।
advertisement
5/6
যুজবেন্দ্র চাহাললেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল গত বছরের ১৩ অগাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষ ম্যাচ খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে  খেলার সুযোগ পাননি তিনি। আইপিএলে পারফর্ম করে ভারতীয় দলে খেলতে চান যুজবেন্দ্র।
advertisement
6/6
নবদীপ সাইনিওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৯ সালে একদিনের ক্রিকেটে নবদীপ সাইনির অভিষেক হয়। ২০২১-র পর থেকে আর ভারতীয় দলের হয়ে খেলেননি৷  এমন পরিস্থিতিতে আইপিএল ২০২৪ তাঁর জন্য জাতীয় দলের জার্সিতে ফেরার শেষ সুযোগও হতে পারে৷
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024: এবার নইলে নেভার! আইপিএলে ধামাকা কিছু না করলে দেশের জার্সিতে খেলার স্বপ্ন খতম এই ক্রিকেটারদের
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল