IPL 2024 Points Table, KKR News: সিএসকে ম্যাচের আগে 'বড় ধাক্কা' কেকেআরে! ধোনিদের হারাতে না পারলে বাড়বে চ্যালেঞ্জ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 Points Table: সিএসকের বিরুদ্ধে নামার আগা লাগাতার ৩ জয়ে আত্মবিশ্বাসী নাইটরা। কিন্তু চেন্নাই সুপার কিংসের ম্যাচে আগে ধাক্কা খেতে হল কেকেআরকে।
advertisement
1/8

জয়ের হ্যাটট্রিক করে আইপিএল ২০২৪ শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।
advertisement
2/8
সিএসকের বিরুদ্ধে নামার আগা লাগাতার ৩ জয়ে আত্মবিশ্বাসী নাইটরা। কিন্তু চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের আগে ধাক্কা খেতে হল কেকেআরকে।
advertisement
3/8
ব্যাটে-বলে দুরমশ করে দিল্লি ক্যাপিটালসকে হারানোর পর লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছিল শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা, মিচেল স্টার্করা।
advertisement
4/8
অপরদিকে, শুধু কেকেআর জয়ের হ্যাটট্রিক করে কেকেআরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রাজস্থান রয়্যালসও। চতুর্থ ম্যাচে আরসিবিকে হারাতেই একে চলে গেল রাজস্থান।
advertisement
5/8
বর্তমানে লিগ টেবিলে ৪ ম্যাচে ৪ জয়, ৮ পয়েন্ট, নেট রানরেট +১.১২০ নিয়ে শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসননের দল। কেকেআর অবশ্যে এক ম্যাচ কম খেলে দুইয়ে রয়েছে।
advertisement
6/8
কলকাতা নাইট রাইডার্স ৩ ম্য়াচ ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮। তৃতীয় স্থানে থাকা চেন্নাই সুপার কিংস বর্তমানে ৪ ম্যাচ ২ জয়, ৪ পয়েন্ট, নেট রানরেট +০.৫১৭।
advertisement
7/8
তবে জমে উঠেছে লিগ টেবিলের লড়াই। সিএসকের পর ৪ পয়েন্ট রয়েছে লখনউ, হায়দরাবাদ, পঞ্জাব, গুজরাত টাইটান্স। ফলে আগামি কয়েক দিনে সাপ-লুডোর খেলা চলতে থাকবে।
advertisement
8/8
তবে কেকেআরকে যদি শীর্ষস্থান ফের দখল করতে হয় তাহলে চেন্নাই সুপার কিংসের ঘরে গিয়ে হারিয়ে আসতে হবে। রানরেট ভাল থাকায় শুধু জিতলেই শীর্ষে পৌছে যাবে নাইটরা।