TRENDING:

IPL 2024 Point Table, KKR News: দিল্লি ম্যাচের আগেই বড় খুশির খবর কেকেআরে! তবে চ্যালেঞ্জ আরও কঠিন হল নাইটদের

Last Updated:
IPL 2024 Points Table KKR Kolkata Knight Riders in Top: দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখিয়ে একতরফাভাবে জয় পেয়েছে কেকেআর। এবার সামনে দিল্লি ক্যাপিটালস।তবে দিল্লির বিরুদ্ধে নামার আগেই ইচ্ছেপূরণ হল নাইটদের।
advertisement
1/10
KKR News: দিল্লি ম্যাচের আগে বড় খুশির খবর কেকেআরে!চ্যালেঞ্জ আরও কঠিন হল নাইটদের
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছিল কলকাতা নাইট রাইডার্স।
advertisement
2/10
দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে ব্যাটে-বলে দাপট দেখিয়ে একতরফাভাবে জয় পেয়েছে কেকেআর। এবার সামনে দিল্লি ক্যাপিটালস।
advertisement
3/10
তবে দিল্লির বিরুদ্ধে নামার আগেই ইচ্ছেপূরণ হল গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ারদের। আর নাইটদের সই খুশি দিল আগামী ম্যাচের প্রতিপক্ষরাই।
advertisement
4/10
দুটি ম্যাচ জিতলও লিগ টেবিলর শীর্ষস্থান অধরা ছিল কেকেআরের। কারণ সিএসকেও প্রথম ২টি ম্যাচ জিতে রান রেটের নিরিখে এক নম্বরে ছিল।
advertisement
5/10
রবিবার দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ রানে হারে সিএসকে। যার ফলে ৩ ম্যাচে ২ জয়. ৪ পয়েন্ট, +০.৯৭৬ রান রেট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে চেন্নাই।
advertisement
6/10
আর এক ম্যাচ কম খেলেই লিগ টেবিলের শীর্ষে উঠে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের বর্তমান পয়েন্ট ২ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, নেট রানরেট +১.০৪৭।
advertisement
7/10
তবে এই সিংহাসন দখল সাময়ীক। এখনও লিগের খেলায় অনেক ওঠা-নামা হবে। তবে শীর্ষস্থান ধরে রাখতে হলে কঠিন চ্যালেঞ্জ রয়েছে কেকেআরের সামনে।
advertisement
8/10
৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে কেকেআরকে। কারণ ২ ম্য়াচ ৪ পয়েন্ট নিয়ে কেকেআরের ঘাড়ে নিশ্বাস ফেলছে রাজস্থান রয়্যালসও।
advertisement
9/10
শীর্ষে ওঠার আনন্দ থাকলেও এখনও তা নিয়ে খুব একটা ভাবতে নারাজ কেকেআর। এক-একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়াররা।
advertisement
10/10
এবার মরশুমে যেভাবে শুরু করেছে কেকেআর তাতে দলের ভাল ফলের বিষয়ে আশাবাদী ফ্যানেরা। দিল্লি ম্যাচেও দলের বড় জয় দেখার অপেক্ষায় সকলে।
বাংলা খবর/ছবি/খেলা/
IPL 2024 Point Table, KKR News: দিল্লি ম্যাচের আগেই বড় খুশির খবর কেকেআরে! তবে চ্যালেঞ্জ আরও কঠিন হল নাইটদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল