IPL 2024 Points Table, KKR News: দিল্লির বিরুদ্ধে নামার আগে 'খারাপ খবর' কেকেআরে! এবার হারাতেই হবে সৌরভের দলকে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 Points Table, Kolkata Knight Riders(KKR) dropped to number 2: ৩ এপ্রিল কেকেআরর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। অ্যাওয়ে ম্যাচে তৃতীয় জয়র লক্ষ্য নামবে মেন্টর গৌতম গম্ভীরের দল। দিল্লি বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল কেকেআর।
advertisement
1/7

সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল ২০২৪ অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ৩ এপ্রিল কেকেআরর প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস।
advertisement
2/7
অ্যাওয়ে ম্যাচে তৃতীয় জয়র লক্ষ্য নামবে মেন্টর গৌতম গম্ভীরের দল। জয়ের হ্যাটট্রিকের বিষয়ে আত্মবিশ্বাসী শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেলরা। তবে দিল্লি বিরুদ্ধে নামার আগে ধাক্কা খেল কেকেআর।
advertisement
3/7
রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২০ রানে হারে সিএসকে। যার ফলে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে নেমে এসেছিল চেন্নাই। এক নম্বরে উঠে গিয়েছিল কেকেআর। আর তিনে ছিল রাজস্থান রয়্যালস।
advertisement
4/7
কিন্তু সোমবার মুম্বই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করে রাজস্থান রয়্যালস। এই জয়ের সুবাদে কেকেআরকে নামিয়ে লিগ টেবিলের শীর্ষস্থাব দখল করল সঞ্জু স্যামসের দল।
advertisement
5/7
রাজস্থান রয়্যালস বর্তমানে ৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.২৪৯। দ্বিতীয় স্থানে থাকা কেকেআর বর্তমানে ২ ম্যাচে ২ জয়, ৪ পয়েন্ট, নেট রানরেট +১.০৪৭। সিএসকে তৃতীয় স্থানে। ৩ ম্যাচে ২ জয়. ৪ পয়েন্ট, +০.৯৭৬ রান রেট।
advertisement
6/7
তবে এই সিংহাসন দখল সাময়ীক। এখনও লিগের খেলায় অনেক ওঠা-নামা হবে। ৩ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জিততেই হবে কেকেআরকে। তাহলেই ফের শীর্ষে উঠে আসবে নাইটরা।
advertisement
7/7
এখনই মরশুমেপ শুরুতে লিগ টেবিলের ওঠা-নামা নিয়ে খুব একটা ভাবতে নারাজ কেকেআর। এক-একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছেন গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়াররা। আপাতত লক্ষ্য দিল্লি জয়।