IPL 2024 Points Table, KKR News: জয়ের হ্যাটট্রিকের সঙ্গে কেকেআর পেল আরও বড় সুখবর! আনন্দ দ্বিগুণ হল ফ্যানেদের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 Points Table, Kolkata Knight Riders: বুধবাদ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে ম্যাচ জিতেছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৭২ রানের রেকর্ড স্কোর করে নাইটরা। জবাবে দিল্লি অলআউট ১৬৬ রানে। তারপরই এল বড় সুখবর।
advertisement
1/8

সানরাইজার্স হায়দরাবাদ, আরসিবির, পর দিল্লি ক্যাপিটালস। আইপিএল ২০২৪-এ পরপর ৩ দলকে হারিয় জয়ের হ্যাটট্রিক করে ফেলেছে কলকাতা নাইট রাইডার্স।
advertisement
2/8
বুধবাদ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১০৬ রানে ম্যাচ জিতেছে কেকেআর। প্রথমে ব্যাট করে ২৭২ রানের রেকর্ড স্কোর করে নাইটরা। জবাবে দিল্লি অলআউট ১৬৬ রানে।
advertisement
3/8
দিল্লি ক্যাপিটালস ম্যাচ বড় ব্যবধানে জয়ের পর খুশি ফ্যানেরা। পাশপাশি ফ্যানেদের এই আনন্দ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। যার কারণ হল আইপিএল ২০২৪-এর পয়েন্ট টেবিল।
advertisement
4/8
আরসিবির বিরুদ্ধে দ্বিতীয় জয়ের পরই লিগ টেবিল এক নম্বর স্থানে উঠে এসেছিল কেকেআর। কিন্তু রাজস্থান মুম্বইকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করতেই শীর্ষে উঠে যায়।
advertisement
5/8
ফলে পুনরায় লিগ টেবিলের পয়লা নম্বর জায়গা দখল করতে হলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় পাওয়া ছাড়া কোনও গতি ছিল না মেন্টর গৌতম গম্ভীরের দলর।
advertisement
6/8
দিল্লির বিরুদ্ধে বড় ব্যাবধানে জিততেই ফর লিগ টেবিলের শীর্ষে উঠ এসেছে কেকেআর। বর্তমানে কলকাতার ৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +২.৫১৮।
advertisement
7/8
আর দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান ৩ ম্যাচে ৩ জয়, ৬ পয়েন্ট, নেট রানরেট +১.২৪৯। তৃতীয় সিএসকে ৩ ম্যাচে ২ জয়, ৪ পয়ন্ট নেট রানরেট +০.৯৭৬। ৩ ম্যাচে ২ জয় নিয়ে চতুর্থ ও পঞ্চম লখনউ ও গুজরাত।
advertisement
8/8
তবে বর্তমানে মরশুমের সবে ৩টি ম্যাচ হয়েছে। লিগ টেবিলের অনেক ওঠা-নামা চলবে। প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাইছে কেকেআর। তবে এক নম্বরে থাকা আলাদা আত্মবিশ্বাস দেয় সেই কথা মানতেই হবে।