Ishan Kishan:'অবাধ্য' ঈশান কিশান কোন দলের হয়ে প্রথম আইপিএল খেলেছিলেন? উত্তর দিতে গিয়ে হোঁচট খাচ্ছেন অনেকেই
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2024 Ishan Kishan made his first IPL debut for which team: আইপিএলে কোনও দলের হয়ে অভিষেক হয়েছিল ঈশান কিশানের? এই তথ্য কিন্তু অনেকের কাছেই অজানা, বা অনেকেই ভুলে গিয়েছেন।
advertisement
1/6

বিসিসিআইয়ের সদ্য ঘোষিত কেন্দ্রীয় চুক্তি থেকে যে সকল ক্রিকেটাররা বাদ পড়েছেন তাদের মধ্যে অন্যতম হল ঈশান কিশান। বোর্ডের নির্দেশ অমান্য করায় ইতিমধ্যেই ঈশানের নামের সঙ্গে জুড়ে গিয়েছে 'অবাধ্য' তকমা।
advertisement
2/6
ভারতীয় দলে ফের সম্মানের সঙ্গে কামব্যাকের জন্য এখন আইপিএল ২০২৪-কেই পাখির চোখ করে এগোচ্ছেন ঈশান কিশান। মুম্বই ইন্ডিয়ান্স দলের গুরুক্বপূর্ণ সদস্য তিনি। অন্যতম দামি ক্রিকেটারও।
advertisement
3/6
তবে আইপিএলে কোনও দলের হয়ে অভিষেক হয়েছিল ঈশান কিশানের? এই তথ্য কিন্তু অনেকের কাছেই অজানা, বা অনেকেই ভুলে গিয়েছেন। বেশির ভাগ ক্রিকেট প্রেমিরাই মনে ককেন মুম্বই ইন্ডিয়ান্স থেকেই আইপিএল কেরিয়ার শুরু ঈশানের।
advertisement
4/6
তবে, মুম্বই ইন্ডিয়ান্সের আগেও অন্য আরেকটি দলের হয়ে দুই মরশুম আইপিএল খেলেছেন ঈশান কিশান। ২০১৬ সালে আইপিএল কেরিয়ার শুরু করেন ঈশান। সেবার গুজরাত লায়ন্সের হয়ে খেলেছিলেন তিনি। গুজরাত লায়ন্সও সেবার আইপিএলের নতুন দল ছিল।
advertisement
5/6
২০১৬ ও ২০১৭ ই দুই মরশুম গুজরাত লায়ন্সের হয়ে খেলেছিলেন ঈশান। সিএসকে ও রাজস্থান ব্যান থাকায় নতুন দল নেওয়া হয়েছিল আইপিএলে। গুজরাতের নেতৃত্ব দিয়েছিলেন সুরেশ রায়না। আইপিএল নিলামে তারা ঈশানকে ৩৫ লাখ টাকায় দলে নিয়েছিল।
advertisement
6/6
গুজরাত লায়ন্সবের হয়ে মোট ১৬টি ম্যাচ খেলে ৩১৯ রান করেছিলেন ঈশান কিশান। ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স ঈশান কিষানকে দলে নেয়। ৬ কোটি ২০ লক্ষ টাকা দিয়ে কেনে মুম্বই। ২০২২ সালে ঈষানকে রিলিজ করে নিলামে ফের ১৫.২৫ কোটি টাকা দিয়ে কেনে মুম্বই। ২০১৮ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সেই খেলছেন ঈশান।