KKR News: আরও বাড়ল আন্দ্রে রাসেলর 'শক্তি'! সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন কেকেআর তারকা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Andre Russell Big Comment Ahead Of KKR vs CSK In IPL 2024: আগামী সোমবার অ্যাওয়ে ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ সিএসকে। তার আগে কে আরও বাড়িয়ে দিলেন রাসেলের 'শক্তি'। জেনে নিন বিস্তারিত।
advertisement
1/8

আইপিএল ২০২৪-এর শুরু থেকেই যেমন ছন্দে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, ঠিক তেমন ব্যাটে হাতে পুরোনো মেজাজে পাওয়া যাচ্ছে আন্দ্রে রাসেলকে।
advertisement
2/8
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচে করেছিলেন ২৪ বলে ৬৪। এবার দিল্লি বিরুদ্ধে ১৯ বলে ৪১ করলেন রাসেল।
advertisement
3/8
মরশুমের শুরু থেকেই কেকেআর ফ্যানেরা সাক্ষী থাকছে রাসেলের মাসেল পাওয়ারের। পুরনো রাসেলকে পেয়ে খুশি সকলেই।
advertisement
4/8
দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৪১ রান করেন রাসেল। কেকেআরের হয়ে আইপিএল ২০০টি ছয় মারার মাইলস্টোনও ছুঁয়েছেন রাসেল।
advertisement
5/8
এবার সিএসকে ম্যাচের আগে বড় কথা বলে দিলেন আন্দ্রে রাসেল। ক্যারিবিয়ান তারকা জানিয়ে দিলেন কে তার শক্তি বা মনোবল আরও বাড়িয়ে দিয়েছে।
advertisement
6/8
এবারের আইপিএলে নিজের মনের ও ব্যাটের জোর বাড়ানোর অনুপ্ররণার কথা বলতে গিয়ে নিজের দলের ও দেশীয় সতীর্থ সুনীল নারিনের নাম নিয়েছেন রাসেল।
advertisement
7/8
সিএসকে ম্যাচের আগে রাসেল জানান,নারিন যেভাবে প্রথম বল থেকে নির্ভিকভাবে মেরে খেলছে তা আমাকে অনুপ্রাণিত করেছে আরও ভাল ব্যাটিং করার জন্য।
advertisement
8/8
নারিনের ব্যাটিং তার মনের জোরও বাড়িয়েছে বলে জানিয়েছেন আন্দ্রে রাসেল। ফলে সিএসকে ম্যাচে রাসেলের মাসেল পাওয়ার ফের দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।